এপ্রিল ১২, ২০২৪, ১১:৩৯ এএম
ইরানের প্রতিশোধমূলক হামলার হুঁশিয়ারির মুখে কর্মীদের ইসরায়েল ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস জানায়, হামলার আশঙ্কায় কর্মীদের জেরুজালেমের বাইরে ভ্রমণ না করার অনুরোধ করা হয়েছে। তবে তেল আবিব ও বির শেভা এলাকা এর আওতা বহির্ভূত থাকবে।
সম্প্রতি সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার পর দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরান যেকোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। যদিও ইরান কিংবা ইসরায়েল বিষয়টি নিয়ে সরাসরি কিছু উল্লেখ করছে না। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একাধিক সিনিয়র কমান্ডারসহ ১৩ জন নিহত হয়েছিলেন। এখনও পর্যন্ত ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেনি। তবে একাধিক সূত্র উল্লেখ করেছে, তারা এর সঙ্গে জড়িত।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে ‘উত্তেজনা না বাড়ানোর’ আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইরানকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, যদি সংঘাত শুরু হয় তবে ইসরায়েলকে পূর্ণ সমর্থন করবে যুক্তরাষ্ট্র।
সূত্র: বিবিসি