মার্চ ২৮, ২০২৫, ০১:২০ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দেওয়ায় দেশটির মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে মুসলিম বিশ্বকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘রমজান মুবারক’। এসময় প্রেসিডেন্ট থাকা পর্যন্ত তিনি মুসলিমদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
স্থানীয় সময় বৃস্পতিবার হোয়াইট হাউসে এক জাঁকজমকপূর্ণ ইফতার-নৈশভোজে তিনি মুসলিমদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন ট্রাম্প।
অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি লাখ লাখ মুসলিম-আমেরিকানদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই যারা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যায় আমাদের সমর্থন করেছিলেন। এটা অবিশ্বাস্য ছিল। আমরা আপনাদের সাথে একটু ধীরগতিতে শুরু করেছিলাম, কিন্তু আমরা এগিয়ে এসেছি। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। আমি প্রেসিডেন্ট থাকা পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব।’
হোয়াইট হাউসের অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘রমজান মুবারক’। এসময় তিনি সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তার প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যস্থতায় জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও গত ১৮ মার্চ থেকে উপত্যকাটিতে আবারও সংঘাত শুরু হয়েছে।