আফগানিস্তানে ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২২, ২০২২, ০৬:২৫ পিএম

আফগানিস্তানে ভূমিকম্পে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ২৫০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বুধবার  ভোরে এ ঘটনা ঘটেছে।

ওই প্রদেশের কর্মকর্তাদের বরাতে বিবিসির প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, ভূমিকম্পে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

মার্কিন জিওলজক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে। মাটির নীচে ৫১ কিলোমিটার গভীরে কম্পন হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ছয় দশমিক এক। ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিষয়ক সংস্থা জানিয়েছে, প্রায় ৫০০ কিলোমিটার জুড়ে কম্পন অনুভূত হয়েছে। আফগানিস্তানের একাধিক প্রদেশ, পাকিস্তান এবং ভারতের সামান্য অংশে কম্পন হয়েছে।

স্থানীয় এক সরকারী কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, ইসলামাবাদে হাল্কা কম্পন হয়েছে। তবে লাহোর, মুলতান, কোয়েটায় ভূমিকম্পের তীব্রতা ভালো ছিল। কম্পন অনুভূত হওয়ার পর সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েন। তবে পাকিস্তান থেকে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর আসেনি। গত শুক্রবারই ওই অঞ্চলে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল পাঁচ।

Link copied!