আফগানিস্তানের মাজার-ই-শরীফ এলাকায় বোমা বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৯, ২০২২, ০৭:২২ পিএম

আফগানিস্তানের মাজার-ই-শরীফ এলাকায় বোমা বিস্ফোরণে  নিহত ৯

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরীফ এলাকায় বোমা বিস্ফোরণে অন্নত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, শিয়া অধ্যূষিত ওই এলাকার দুটি মাইক্রোবাসে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। গত সপ্তাহে এই শহরেই শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছিলো।

টেলিগ্রাম পোস্টে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস। আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা অনেকদিন ধরেই দেশটির সুন্নী গোষ্ঠীর হামলার শিকার হয়ে আসছে। গত বছর তালেবান দেশটির ক্ষমতা দখলের পর থেকে দাবি করে আসছে; আইএস নির্মূলে তারা সফল হয়েছে। যদিও তাদের এ দাবির মধ্যেই মাঝে মাঝেই শিয়া সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে।   

Link copied!