পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও ৩টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম কেরালা ও তামিলনাড়ু। দীর্ঘদিনের প্রথা ভেঙে কেরালার ক্ষমতার প্রত্যাবর্তন ঘটতে চলেছে শাসক শিবিরের।
সেখানে সিপিএমের নেতৃত্বধীন এলডিএফ জোট ফের জিততে চলেছে। কেরালার ১৪০টি আসনের মধ্যে বামজোট ৮৭, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৪৯ এবং বিজেপি ৩টিতে এগিয়ে। কান্নুর জেলার ধর্মাদম আসনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এগিয়ে রয়েছেন।
২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভার ম্যাজিক ফিগার ১১৮। এই প্রথম দ্রাবিড় রাজনীতির দুই স্তম্ভ, এম করুণানিধি এবং জে জয়ললিতা বিহীন ভোটযুদ্ধ দেখল তামিলনাড়ু। করোনা আবহে এবারের নির্বাচন সেরাজ্যে ভোট পড়ে ৭২.৮১ শতাংশ।
বুথ ফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে এম করুণানিধির ডিএমকে-কংগ্রেস জোটের বিপুল ভোটে জয়ের ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু ভোট গণনার প্রবণতা বলছে, সে রাজ্যে এডিএমকে-বিজেপি-পিএমকে জোটকে কড়া ধাক্ক্ দিতে চলেছে ৬ বারের মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এডিএমকে।
২৩৪টি আসনের মধ্যে বর্তমানের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ডিএমকে জোট ১৩৬ এবং জয়ললিতার এডিএমকে জোট ৯৬টিতে এগিয়ে। ১০ বছর ডিএমকে ক্ষমতায় থাকার পরেও প্রয়াত জয়ললিতার দলের এই ফল তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
প্রায় সবকটি বুথফেরত সমীক্ষা দাবি করেছে যে দশ বছর পর ফের তামিল মসনদে বসতে চলেছে ডিএমকে।
সূত্র: আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস।