তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১০, ২০২৩, ০৬:৩৬ পিএম

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। জানা যায়, অত্যন্ত গোপনীয়ভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না।

শুক্রবার (১০ মার্চ) আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেস (পার্লামেন্ট) আনুষ্ঠানিকভাবে এ নির্বাচন অনুমোদন করেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগামী পাঁচ বছর প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিংকে দেখতে চীনের পার্লামেন্টে ২ হাজার ৯৫২ সদস্যের সবাই ভোট দেন। সংবিধানে পাঁচ বছর করে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার বিধানটি প্রত্যাহার করার প্রেক্ষাপটে এবারের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আগে চীনের প্রেসিডেন্ট হিসেবে কোনো ব্যক্তি কেবল দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন এমন বিধি ছিল। ২০১৮ সালে সেই বিধি বিলুপ্ত করেন শি জিনপিং। এতে তৃতীয় মেয়াদেও তিনি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

গত বছরের অক্টোবরে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন শি। ওই সময়ই নিশ্চিত হয় তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। শুক্রবার (১০ মার্চ) আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব পেলেন তিনি।

এদিন হান ঝেংকে ভাইস-প্রেসিডেন্ট এবং ঝাও লিজেকে সংসদের প্রধান নেতার দায়িত্ব দেওয়া হয়। তারা ন্যাশনাল পিপলস কংগ্রেসে দেশের সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেন।

চীনের প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক। মূল ক্ষমতাবান হলেন পার্টির চেয়ারম্যান ও সামরিক বাহিনীর সর্বাধিনায়ক। এ দুটি পদেই রয়েছেন শি জিনপিং।

২০১২ সাল থেকে চীনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন ঊনসত্তর বছর বয়সী শি। মাও সেতুংয়ের পর তিনিই চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

Link copied!