জুলাই সনদ আগে ঘোষণা হলে ২০২৬ সালের এপ্রিলে নির্বাচনে আপত্তি নেই এনসিপির

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২৫, ০৯:১৪ পিএম

জুলাই সনদ আগে ঘোষণা হলে ২০২৬ সালের এপ্রিলে নির্বাচনে আপত্তি নেই এনসিপির

প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের যে ঘোষণা দিয়েছেন, তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছেযদি এই সময়সীমার মধ্যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তবে তারা ঘোষিত সময়ের নির্বাচনে কোনো আপত্তি দেখাবে না।

শুক্রবার সন্ধ্যায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, "আমরা আশা করেছিলাম, জুলাই সনদ ঘোষণাপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নির্বাচনের সময়সীমা নির্ধারণে সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট অবস্থান আসবে। এরপরও যদি ঘোষিত সময়ের মধ্যে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়, তাহলে নির্বাচনের সময় নিয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না।"

গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত এনসিপি শুরু থেকেই জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একটি গণপরিষদ নির্বাচনের দাবিও করে আসছে।

এছাড়া তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি তোলে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টিও তাদের গুরুত্বপূর্ণ এজেন্ডায় রয়েছে।

জুলাই অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের বিচারের দাবি রাষ্ট্রীয় কাঠামোয় মৌলিক সংস্কারের প্রশ্নটি এনসিপির রাজনৈতিক অগ্রাধিকারে পরিণত হয়েছে।

দলটির পক্ষ থেকে বারবার বলা হয়েছেএসব মৌলিক প্রশ্নে অগ্রগতি ছাড়া নির্বাচনের পরিবেশ যথাযথ হবে না।

এনসিপির পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয় যে, ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে তাদের সমর্থন শর্তসাপেক্ষ। জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে এই নির্বাচন জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হতে পারে বলে দলটি মনে করে।

Link copied!