ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরীফ?

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৭, ২০২৩, ০৮:৪৭ পিএম

ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ শরীফ?

পাকিস্তানে শিগগিরই ফিরছেন নওয়াজ শরিফ, আর তিনি ফিরলেই বদলে যাবে পাকিস্তানের রাজনৈতিক মানচিত্র। সম্প্রতি দলীয় এক বৈঠকে এমনটাই দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরিফ। ২০১৭ সালে দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রধানমন্ত্রী পদ ছাড়তে হয়েছিল নওয়াজকে। পদ ছাড়ার পর দেশও ছেড়েছিলেন তিনি।ওইসময় দলের কোনও পদে থাকতে পারবেন না বলেও আদালত নির্দেশ দিয়েছিল। তবে তাঁর ভাই বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দাবি, আবার পাকিস্তানে ফিরছেন নওয়াজ। তিনি ফের প্রধানমন্ত্রী হবেন, এমন আশাও প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ দলের সাধারণ কাউন্সিল বৈঠকেই নওয়াজের ফেরার কথা জানান শাহবাজ শরীফ। ওই বৈঠকে দলের নেতা-কর্মীদের তিনি বলেন, নওয়াজ শরিফ ফিরে দলীয় বৈঠক করবেন। তাঁকে দলের প্রেসিডেন্ট পদ ফিরিয়ে দেওয়া হবে বলেও দাবি করেন শাহবাজ শরিফ।

২০১৯ সালের নভেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন নওয়াজ শরীফ। মূলত চিকিৎসার কারণে তিনি বিদেশে রয়েছেন বলে জানা যায়। দলের প্রেসিডেন্ট পদ ছাড়ার পর দায়িত্ব নেন তার ছোট ভাই শাহবাজ শরিফ। বর্তমানে দলে তরুণ নেতা-নেত্রীর প্রয়োজন আছে বলেও বৈঠকে জানান পাকিস্তানের  এই প্রধানমন্ত্রী। বৈঠকে এ প্রসঙ্গে তিনি তুলে আনেন নওয়াজ-কন্যা মরিয়ম শরিফের নাম। তিনি আরও বলেন, ‘দেখতে পাবেন নওয়াজ শরিফ এলে কীভাবে পাকিস্তানের রাজনৈতিক মানচিত্রটাই বদলে যাবে।’

৭২ বছর বয়সী নওয়াজ শরীফের বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা করেছিল ইমরান সরকার। এর আগে, পানামা পেপার্স মামলায় ২০১৭ সালের ২৮ জুলাই পাকিস্তান সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পর প্রধানমন্ত্রী পদ ছেড়েছিলেন নওয়াজ শরিফ। অবৈধ আয়ের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এক বছর পর তাঁর দলীয় পদও বাতিল হয়ে যায় আদালতের নির্দেশে। তাহলে তিনি ফিরে দলের দায়িত্ব নেবেন কীভাবে?

পাকিস্তানের গণমাধ্যমগুলো  বলছে-সম্প্রতি সুপ্রিম কোর্টের রায় ও নির্দেশ সংক্রান্ত একটি আইনে সই করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। সেই আইন অনুযায়ী, কোনও পদ খারিজ হলে ৬০ দিনের মধ্যে সেই পদ ফেরানোর জন্য আবেদন করা যাবে। মনে করা হচ্ছে, এই আইনেই প্রশস্ত হচ্ছে নওয়াজ শরিফের পাকিস্তান ফেরার পথ। ওই আইনে প্রেসিডেন্ট সই করার কয়েক সপ্তাহের মধ্যেই নওয়াজের ফেরার আশা দেখালেন শাহবাজ শরিফ।

এদিকে, পাকিস্তানের সংবিধানের ৬২ অনুচ্ছেদের অধীনে আবারও একটি আইন পাশ হয়েছে। দেশটির পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকার এই নতুন আইন পাশ করে। পাকিস্তানের কোনো সংসদ সদস্যকে যাতে আজীবন নির্বাচনের অযোগ্য ঘোষণা না করা হয় সেই লক্ষ্যে এই নতুন আইন করা হয়েছে। 

এর আগে, তিন বারের প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) শীর্ষ নেতার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বর্তমান জোট সরকারের শরিকদের সঙ্গে আলোচনা করা হয়। ওই আলোচনায় নওয়াজের ফেরার বিষয়ে সবাই একমত হলে  আইনটি পাশের জন্য পার্লামেন্টে ওঠানো হয় ও পাশ হয়।

তবে দেশটির বিরোধী দলগুলো ক্ষমতাসীন জোটের এই পদক্ষেপকে আসন্ন নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফের অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রচেষ্টা বলে অভিহিত করেছে।

একজন ব্যক্তিকে আজীবন অযোগ্য ঘোষণা না করার বিষয়টি ফিরিয়ে আনার লক্ষ্যে আগেও দুইবার প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। তবে এবার আর বাধা দেয়নি সুপ্রিম কোর্ট।

 

Link copied!