ফ্রান্সে আজ রোববার প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপের ভোট হবে। প্রথম ধাপের ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে যে দুজন প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, তাঁরা দ্বিতীয় ধাপের ভোট তথা রান-অফে অংশ নেবেন। প্রথম দফায় কেউ সংখ্যাগরিষ্ঠতা না পেলে এগিয়ে থাকা দুই প্রার্থীর মধ্যে একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে ২৩ এপ্রিল হবে দ্বিতীয় ধাপের ভোট।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দ্বিতীয় বৃহৎ অর্থনীতি ও ইইউ জোটের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একমাত্র স্থায়ী সদস্য ফ্রান্সকে ভবিষ্যতে কে নেতৃত্ব দেবেন, সেটা নির্ধারিত হবে। ইউরোপে যুদ্ধের আবহে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকেরা।
ফ্রান্সে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন ১২ প্রার্থী। এর মধ্যে আটজন পুরুষ, চারজন নারী। চূড়ান্ত তালিকায় ১২ প্রার্থীর নাম থাকলেও আলোচনা হচ্ছে কয়েকজনকে নিয়ে। এর মধ্যে একজন বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। অন্যজন কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত মারিন লা পেন। মাখোঁর জন্য এবারও মারিন লা পেন প্রধান চ্যালেঞ্জ। ২০১৭ সালের নির্বাচনে মাঁখোর সঙ্গে রান-অফে ছিলেন মারিন লা পেন। সেবার অল্প ব্যবধানে জয় পান মাখোঁ।