ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ৮৪

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩১, ২০২২, ০১:৪০ এএম

ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ৮৪

ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের ঘটনায় ব্রাজিলে নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের এই ঘটনায় শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু।

তবে সর্বশেষ প্রতিবেদনে ৭৯ জন নিহতের খবর জানিয়েছে বিবিসি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা ৫৭।

ব্রাজিল সরকার জানিয়েছে, মুষলধারের বৃষ্টিপাতের মধ্যেই উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, তিনি আজই (সোমবার) দুর্যোগ কবলিত রেসিফ পরিদর্শনে যাবেন।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলে বন্যা ও ভূমি ধসের ঘটনা আগের তুলনায় অনেক বেড়েছে। এ অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা।

Link copied!