‘বিজেপির হিন্দু জাতীয়তাবাদে হিন্দুও নেই, জাতীয়তাবাদও নেই’

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৬, ২০২২, ০৩:৩৭ এএম

‘বিজেপির হিন্দু জাতীয়তাবাদে হিন্দুও নেই, জাতীয়তাবাদও নেই’

ভারতীয় জনতা পার্টির হিন্দু জাতীয়তাবাদে হিন্দুও নেই, জাতীয়তাবাদও নেই বলে মন্তব্য করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী। গত সোমবার যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভভারস্বাধীনতার ৭৫-তম বর্ষ উপলক্ষে এক আলাপচারিতায় তিনি একথা বলেন।

ভারতীয় জাতীয় কংগ্রেস দলের এই অন্যতম শীর্ষ নেতা আরও বলেন, “আমি হিন্দু ধর্ম নিয়ে যথেষ্ট বিশদে পড়াশোনা করেছি। তাতে বলতে পারি, মানুষকে খুন করা বা পেটানোর মধ্যে হিন্দুত্ব নেই।”

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পুত্র আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু ভাল কাজ করে থাকলেও, ভারতের মূল ভাবনায় আঘাত মেনে নেওয়া যায় না। আরএসএস এবং প্রধানমন্ত্রী দেশের মূল কাঠামো নিয়ে নাড়াচাড়া করছেন। মেরুকরণের রাজনীতি করতে গিয়ে, দেশের ২০ কোটি মানুষকে বিচ্ছিন্ন করতে গিয়ে, খুবই বিপজ্জনক কাজ করে ফেলা হচ্ছে। যা ভারতের মূল ভাবনার বিরুদ্ধে।”

এদিকে, কংগ্রেস দলের নীতিনির্ধারণী সভায় দলীয় নেতাকর্মীদের এখন থেকে শুধু কংগ্রেস নয়, ভারতীয় জাতীয় কংগ্রেস বলার নির্দেশনা দেওয়া হয়।

কংগ্রেস সূত্রের ব্যাখ্যা, বিজেপির হিন্দু জাতীয়তাবাদের মোকাবিলায় কংগ্রেসের ভারতীয়ত্ব ও জাতীয়তাবাদই যে আসল, কংগ্রেসই যে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, তা মনে করিয়ে দিতেই এই সিদ্ধান্ত।

এর আগে বিজেপি রাহুলের বিরুদ্ধে বিদেশে গিয়ে দেশের নিন্দা করার অভিযোগ তুলেছিল। লন্ডনে রাহুলের সঙ্গে ব্রিটিশ লেবার পার্টির নেতা, সাংসদ জেরেমি করবিনের দেখা হয়। রাহুল এবং ওভারসিজ় কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদার সঙ্গে জেরেমি-র ছবিও প্রকাশ্যে এসেছে।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় এ ঘটনায়  অভিযোগ তুলেছেন, জেরেমি ভারত-বিদ্বেষের জন্য পরিচিত। তিনি কাশ্মীরের বিচ্ছিন্নতার পক্ষে, হিন্দু-বিরোধী। রাহুল অবশেষে বিদেশে তাঁর সহযোগী খুঁজে পেয়েছেন। কংগ্রেস পাল্টা আক্রমণে নরেন্দ্র মোদীর সঙ্গে করবিনের হাত মেলানোর ছবি প্রকাশ্যে এনেছে। কংগ্রেসের প্রশ্ন, হাত মেলালে বা এক সঙ্গে ছবি তুললেই যদি অন্যের মতকে সমর্থন করা হয়, তা হলে প্রধানমন্ত্রীও কি জেরেমির মতকে সমর্থন করেন!

সূত্র: আনন্দবাজার

Link copied!