সাংবাদিক শাকিল হাসানকে হত্যাচেষ্টা মামলায় তিন আসামিকে ৪ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

মে ৩০, ২০২৩, ০২:১৫ পিএম

সাংবাদিক শাকিল হাসানকে হত্যাচেষ্টা মামলায় তিন আসামিকে ৪ মাসের কারাদণ্ড

যমুনা টেলিভিশনের সাংবাদিক শাকিল হাসান হত্যার চেষ্টা মামলায় রহিম, জব্বার, জাকিরকে ৪ মাস করে কারাদন্ড দিয়েছেন সিএমএম আদালত।

মঙ্গলবার (৩০ মে) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী এ রায় দেন।

বাদীর আইনজীবী এখলাছ উদ্দিন ভুঁইয়া জানান, ‘সাক্ষ্য ও নথিতে মামলাটি প্রমাণ করতে পেরেছি। তবে দৃষ্টান্তমূলক সাজা প্রত্যাশা করেছিলাম। সেটা হলে তা সাংবাদিকদের ওপর হামলা বন্ধে যুগান্তকারী ভূমিকা রাখতো। সাজা বৃদ্ধিতে আপিল করব।’

২০১৬ সালের ৬ নভেম্বর পুরান ঢাকার দেবিদাস ঘাট এলাকায় অবৈধ পলিথিন উৎপাদন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে গিয়েছিলেন যমুনা টিভি সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ভিডিও জার্নালিস্ট শাহিন আলম। ফুটেজ নেয়ার সময় কারখানার মালিকরা টের পেয়ে হামলা করে তাদের ওপর। দুজনকে মারধর করে ক্যামেরা ভেঙে ফেলে। হামলা থেকে বাঁচতে পাশের মুদি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়ে সাংবাদিক শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে আসামি রহিম।

ঘটনার দিনই রহিম, জব্বার, জাকির, শাওন হাওলাদার, অভি, হাবিবুর রহমানকে আসামি করে চকবাজার থানায় হত্যাচেষ্টা মামলা করেন শাকিল হাসান। এদের মধ্যে তিনজনকে পুলিশ বিভিন্ন সময়ে গ্রেপ্তার করে। পরে সবাই জামিনে বের হয়।

মামলায় শাকিল, ক্যামেরাপারসন শাহিনসহ ১২ জন সাক্ষ্য দেন। মামলার তদন্ত কর্মকর্তা মোরাদুল ইসলামও তদন্তের আলোকে ঘটনার সত্যতা সম্পর্কে সাক্ষ্য দেন। এই মামলার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে হামলার সময় ক্যামেরায় ধারণ করা চার মিনিটের ফুটেজ আদালতে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি মূল আসামিদের চিহ্নিত করতে তাদের স্থিরচিত্রও আদালতে জমা দেওয়া হয়েছে।

২০১৭ সালের ৬ জুন এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম। ২০১৮ সালের ৪ জানুয়ারি অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষীদের সাক্ষ্য শেষে ২০২২ সালের ৭ সেপ্টেম্বর মামলার যুক্তি তর্ক উপস্থাপন করে দুই পক্ষ। মামলার রায় ঘোষণায় এ পর্যন্ত বেশ কয়েকবার তারিখ পিছিয়েছেন আদালত। 

Link copied!