ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর আবেদনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্য শোনার জন্য সংস্থাটির আইনজীবীকে ডেকে পাঠিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে নিজের বক্তব্য তুলে ধরবেন ইসির আইনজীবী।
ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের শুনানিতে বুধবার দুপুরে এ আদেশ দেন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি করেন রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তবে অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
এরপর ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই গেজেট প্রকাশ হয়েছে।
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে এরই মধ্যে আন্দোলন করে আসছে তার সমর্থকরা। এরমধ্যে ইশরাককে মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন একজন আইনজীবী। গত ২২ মে হাইকোর্ট রিট খারিজ করে দেয়। পরে এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী।