ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুরুত্বপূর্ণ দায়িত্বে ভুয়া কারারক্ষী?

আহম্মেদ মুন্নী

আগস্ট ৭, ২০২৩, ১২:২২ এএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুরুত্বপূর্ণ দায়িত্বে ভুয়া কারারক্ষী?

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. আনোয়ার হোসেন। ৮০০ কারারক্ষীর ‘ডিউটি’ বণ্টনের দায়িত্ব পালন করছেন তিনি। অভিযোগ উঠেছে বিভিন্ন আসামির সাথে সখ্যতা গড়ে অর্থের বিনিময়ে নানারকম সুবিধা পাইয়ে দেন তাদের। এমনকি জামিনের ব্যবস্থাও করে দেন তিনি। 

এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্মরত (হাজতি শাখা) থাকাকালীন সময় ভুয়া জামিননামায় বন্দী মুক্তি দেওয়ার কারণে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রশাসনিক বদলি দেওয়া হয়েছিল। 

বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডিউটি বণ্টনের দায়িত্ব পালন করছেন আনোয়ার হোসেন। জানা গেছে, দশ লাখ টাকার বিনিময়ে এ দায়িত্ব পেয়েছেন তিনি। আর কারারক্ষীদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছেন এই টাকা। পাশাপাশি প্রতিনিয়ত কোর্ট থেকে বন্দীদের জামিন করান এই কারারক্ষী। 

এ বিষয়ে দ্য রিপোর্ট ডট লাইভের প্রতিবেদক মোবাইল ফোনে কারারক্ষী আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি দাবি করেন, ‘আমার নামে আসা সকল অভিযোগ মিথ্যা। বর্তমানে ৮০০ কারারক্ষীর ডিউটি আমি বণ্টন করি। এক্ষেত্রে অনেককেই তার মনের মতো ডিউটি দিতে পারি না। তাই এ ধরনের গুজব বের করছে।’

অভিযুক্ত কারারক্ষী মো. আনোয়ার হোসেনের চাকরিজীবনের শুরু নিয়েও বিতর্ক রয়েছে। 

২০০৬ সালের আগস্টের ৩০ তারিখ ময়মনসিংহ কারাগারে ‘ভুয়া ভর্তি’র মাধ্যমে কারারক্ষী পদে যোগদান করেন। তাঁর কারারক্ষী নম্বর ১৩০৫৮।

কারারক্ষী আনোয়ার হোসেনের নিজ জেলা ময়মনসিংহ বিভাগের জামালপুর সদর উপজেলার বিয়ারা বাজার থানাধীন গণেশপুর। কিন্তু তিনি ঢাকা বিভাগের গাজীপুর জেলার জয়দেবপুর থানার ভবানীপুর গ্রামের ঠিকানা ব্যবহার করে চাকরিতে ভর্তি হন।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘যশোরে চাকরির সুবাদে ভোটার আইডি কার্ডটি আমার সেখানের ঠিকানায় দেওয়া।’ 

নিজ জেলা ময়মনসিংহ কিন্তু গাজীপুর থেকে কীভাবে কারারক্ষী পদে ভর্তি হলেন জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি কারারক্ষী আনোয়ার হোসেন। 

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হয়। একাধিকবার তাকে কল করা হলেও তিনি কোনো কল রিসিভ করেননি।

Link copied!