ড. ইউনূসের মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী খুরশিদ আলম

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৫:১২ পিএম

ড. ইউনূসের মামলা থেকে সরে দাঁড়ালেন আইনজীবী খুরশিদ আলম

সংগৃহীত ছবি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিফতরের পক্ষে আইনি লড়াই লড়তে সরকার ট্রাইব্যুনালের প্রসিকিউটর হায়দার আলীকে নিয়োগ দিয়েছে। এ পরিস্থিতিতে সরকারের নিয়োগ করা আইনজীবী থাকলে ড. ইউনূসের মামলা লড়বেন না বলে জানিয়েছেন এ অধিদফতরের বর্তমান আইনজীবী খুরশীদ আলম খান।

সোমবার (৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

খুরশীদ আলম বলেন, সরকারি চাপমুক্ত থেকে এতদিন মামলা পরিচালনা করেছেন তিনি। এ মুহূর্তে সরকার থেকে যদিও আরও একজনকে দেয়া হয়; তবে এ মামলা থেকে নিজেকে সরিয়ে নেয়া ভালো।

তিনি আরও বলেন, একটি মামলা দুজন আইনজীবী লড়লে মামলা ক্ষতিগ্রস্ত হয়। আর আমার জন্যেও কষ্টের, আমাকে হাইকোর্ট-আপিল বিভাগ ফেলে আপনাদের মামলার জন্যে যেতে হয়। আপনাদের যদি অন্য আইনজীবী থাকেন তবে তিনি এটি লড়ুক, আমার কোনো সমস্যা নেই।

এদিকে, কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদফতরের পক্ষে নতুন করে নিয়োগ পাওয়া ট্রাইব্যুনাল প্রসিকিউটর বলছেন, দুই আইনজীবীর একসাথে কাজ করতে তার কোনো সমস্যা নেই। এতে মামলা পরিচালনা সহজ হবে বলেও মন্তব্য করেন।

এর আগে শ্রম আদালতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মামলা পরিচালনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে নিয়োগ দেয় সরকার।

Link copied!