প্রশ্ন ফাঁস: কারাগারে ১০ আসামি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২৪, ০১:২৬ পিএম

প্রশ্ন ফাঁস: কারাগারে ১০ আসামি

ছবি: সংগৃহীত

বিগত ১২ বছরে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৭ আসামির মধ্যে ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই দিন সিআইডির উপ-পরিদর্শক (এসআই) নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে পল্টন মডেল থানায় অজ্ঞাতনামা অন্তত ৫০-৬০ জনসহ এসব আসামির বিরুদ্ধে মামলা করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির উপ-পরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিক্যাল টেকনিশিয়ান মো. নিয়ামুন হাসান।

এর আগে প্রশ্ন ফাঁসের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে গত দুই দিন অভিযান চালিয়ে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী ও তার ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে আটক করে সিআইডি। তাদের সবাইকে দায়ের করা এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এজহার সূত্র জানায়, একটি সংঘবদ্ধ চক্র গত ৫ জুলাই পিএসসির অধীনে অনুষ্ঠিত রেলওয়ের ‘উপ-সহকারী প্রকৌশলী’ পদে নিয়োগ পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে। পরে একদল পরীক্ষার্থীর কাছে অর্থের বিনিময়ে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৭ জুলাই ঢাকার শ্যামলী থেকে  লিটন সরকারকে  আটক করে সিআইডি। পরে তার দেওয়া তথ্যে প্রিয়নাথ ও জাহিদকে আটক করা হয়।

এভাবে অন্যান্য আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী ১৭ জনকে আটক করেছে সিআইডি। এজাহার নামীয় পলাতক আসামিরা হলেন পিএসসির সাবেক সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায়, মো শরীফুল ইসলাম, দীপক বনিক, খোরশেদ আলম খোকন, কাজী মো সুমন, এ কে এম গোলাম পারভেজ, মেহেদী হাসান খান, গোলাম হামিদুর রহমান, মিজানুর রহমান, আতিকুল ইসলাম, এ টি এম মোস্তফা, মাহফুজ কালু, আসলাম, কৌশিক দেবনাথ।

চক্রের মূল হোতা সাজেদুল। তিনি বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র পিএসসির উপ-পরিচালক আবু জাফরের কাছে সংগ্রহ করতেন। পরে তিনি অন্যান্য সহযোগী সাখাওয়াত ও সাইমের মাধ্যমে সারা দেশের বিভিন্ন এলাকা হতে চাকরিপ্রার্থী সংগ্রহ করতেন এবং ঢাকা ও আশেপাশের এলাকায় ভাড়া করা বাসা বা হোটেলে চাকরিপ্রার্থীদের এনে জড়ো করতেন। পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র এবং তার উত্তর ফাঁস করতেন। এজন্য চাকরিপ্রত্যাশীদের কাছ টাকা নিতেন তারা।

Link copied!