স্মার্ট প্যান্ট: চেন খুললেই সাথীর মোবাইলে যাবে নোটিফিকেশন!

লাইফস্টাইল ডেস্ক

জুন ৩, ২০২৩, ০৮:৩৪ পিএম

স্মার্ট প্যান্ট: চেন খুললেই সাথীর মোবাইলে যাবে নোটিফিকেশন!

স্মার্ট প্যান্টের খুটিনাটি বিষয়েও তুলে ধরেছেন গাই ডুপন্ট। ছবি: সংগৃহীত

প্রযুক্তি বদলে দিচ্ছে আমাদের লাইফস্টাইলও, প্রতিমূহুর্তেই। দিনের পর দিন প্রযুক্তির উন্নতি ঘটছে রকেট গতিতে। প্রযুক্তির ছোঁয়ায় সাধারণ জিনিসও স্মার্ট হয়ে উঠছে। গত ফিফা বিশ্বকাপ ফুটবলেও আমরা দেখেছি প্রযুক্তির উৎকর্ষের নজীর। অফসাইড নির্ধারণে ফুটবলের ভেতরে যুক্ত করে দেওয়া হয়েছিল বিশেষ সেন্সর। এই বলে ছিল ইন্টারনাল মেজারমেন্ট ইউনিট (IMU) সেন্সর। কোনও খেলোয়াড় অফসাইড থাকলে তা নিখুঁতভাবে নির্ণয়ে সাহায্য করেছে ওই সেন্সর। 

সেই প্রযুক্তি নানা বিষয়ে যুক্ত হচ্ছে এখন। এই যেমন জামা কাপড়ও সেই তালিকায় যুক্ত হচ্ছে ধীরে ধীরে। গ্যাজেটের পাশাপাশি এখন পোশাকও স্মার্ট হয়ে উঠছে। এনএফসি টি-শার্ট, হেলথ মনিটর যুক্ত জুতো এবং জ্যাকার্ড জ্যাকেট ইতিমধ্যেই বাজারে রয়েছে। কিন্তু বর্তমানে এমন একটি জিনিস বাজারে এসেছে, যা দেখলে অবাক হওয়া ছাড়া কোনও উপায় থাকবে না আপনার।

প্রযুক্তিপাগল এক ব্যক্তি এমনই এক স্মার্ট প্যান্ট তৈরি করেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হচ্ছে। স্মার্ট প্যান্ট কেন বলা হচ্ছে—তা নিয়ে একটু বিশদে ব্যাখ্যা করা যাক। এই স্মার্ট প্যান্টের চেন খুললেই সাথে সাথে ফোনে নোটিফিকেশন চলে যাচ্ছে অপর পাশের সাথীর ফোনে। অর্থাৎ সেটার সংযোগ যদি সাথীর ফোনের সাথে করা থাকে, তাহলে চেন খুললেই তার কাছে চলে যাবে নোটিফিকেশন।

এখন কথা হলো- কে, কেন তৈরি করেছেন এমন স্মার্ট প্যান্ট? এই প্যান্টের উদ্ভাবক গাই ডুপন্ট। তিনি জানাচ্ছেন তাঁর উদ্ভাবনের ব্যাপারে।

গাই ডুপন্ট টুইটারে তাঁর স্মার্ট প্যান্টের একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, প্যান্টের চেন খোলা হলেই মোবাইলে পুশ নোটিফিকেশন পান ওই ব্যক্তি। এটি তিনি তার এক বন্ধুর জন্য তৈরি করেছেন। টুইটে তিনি জানান, তিনি তার বন্ধুর অনুরোধে এই স্মার্ট প্যান্টগুলি তৈরি করেছেন। তার বন্ধু এমন একটি প্যান্ট চেয়েছিলেন, যার জিপ খোলার সাথে সাথে তার সময় জানা যাবে।

কীভাবে এই প্যান্ট কাজ করে?

গাই ডুপন্ট জানাচ্ছেন, তিনি কীভাবে স্মার্ট প্যান্ট তৈরি করেছেন। ডুপন্ট হল ইফেক্ট সেন্সরসহ এক জোড়া জিন্সের সাথে কিছু সুরক্ষা পিন কানেক্ট করেছেন এবং জিপারের সাথে একটি শক্তিশালী চুম্বকও সংযুক্ত করেছেন। এই প্রক্রিয়াটিতে কিছু তারেরও প্রয়োজন পড়েছে, যা ESP-32-এর সাথে কানেক্ট করা আছে। ফলে যখনই জিপ খোলা হয়, তখন ইফেক্ট সেন্সর কয়েক সেকেন্ডের জন্য অন হয়ে যায়। তার তারপরেই ফোনে একটি নোটিফিকেশন যায়। অর্থাৎ কখন জিপ খোলা হচ্ছে, কখন বন্ধ করা হচ্ছে।

এমনকি কতক্ষণের জন্য খোলা হয়েছে, তার সমস্ত তথ্য মোবাইলে থাকে যায়। WiFly পরিষেবার মাধ্যমে মোবাইলে নোটিফিকেশন পাওয়া যায়। এই স্মার্ট প্যান্টটি অন্যান্য প্যান্টের মতো ধোয়া যাবে না। কারণ এতে সেন্সর লাগানো আছে। এছাড়াও, মোবাইলের সাথে সেন্সর সবসময় সংযুক্ত থাকায়, এটি ফোনের বেশি ব্যাটারি খরচ করে। এ প্যান্ট বাণিজ্যিক ভিত্তিতে বিপণন করা হবে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

সূত্র: নিউজ ন্যাশনস

Link copied!