ঢাকায় বসে আসন ভাগাভাগি হচ্ছে, ৭ তারিখে শুধু ঘোষণা: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৪, ২০২৩, ০১:২৭ পিএম

ঢাকায় বসে আসন ভাগাভাগি হচ্ছে, ৭ তারিখে শুধু ঘোষণা: মঈন খান

বৃহস্পতিবার সকালে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানসহ দলটির নেতা-কর্মীরা। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান অভিযোগ করেছেন, ‘আগামী ৭ জানুয়ারি যে তারিখ ঘোষণা করা হয়েছে সেটা কোনো নির্বাচন নয়। ঢাকায় বসে আসন ভাগাভাগি করে ফলাফল নির্ধারণ করা হচ্ছে, ৭ তারিখে শুধু ঘোষণা করা হবে।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে এসব কথা বলেন আবদুল মঈন খান।

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঈন খান। পরে তিনিসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

বিএনপির এই নেতা আরো বলেন, ‘মানুষের ভোটকে সরকার ভয় পায়। সে কারণে ভোট ভাগাভাগি নিয়ে ব্যস্ত। এখানে যেটা হচ্ছে সেটা নির্বাচন নয়। সেটা হচ্ছে বানরের পিঠা ভাগাভাগি। যে দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছিল সে দেশে এই নির্বাচনের প্রহসন চলতে পারে না।’

আবদুল মঈন বলেন, ‘তারা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল দিয়ে মানুষের মুখের কথা বন্ধ রাখতে পারে। কিন্তু আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক উপায়ে বিগত দেড় বছর যাবৎ প্রতিবাদ করে এসেছি। এ প্রতিবাদ আমরা রাজপথে থেকে করে যাব। বাংলাদেশে আর একদলীয় সরকার থাকতে পারবে না। এখানে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। এখানে দিনের ভোট রাতে হতে পারবে না।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, ‘যেখানে গণতন্ত্রের অভাব, মানুষের ভোটের অধিকারের অভাব, সেই বাংলাদেশের জন্য বুদ্ধিজীবীরা জীবন দিয়েছিলেন কি না সেটা আজকের প্রশ্ন। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল আমরা একটি স্বাধীন দেশ তৈরি করব, যেখানে গণতন্ত্র থাকবে। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে এসে দেখছি, মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র নেই। এখানে একদলীয় শাসন কায়েম হয়েছে।’

Link copied!