তীর্থযাত্রা সেরে ফেরার পথে চলন্ত বাসে আগুন, ৮ পুণ্যার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৮, ২০২৪, ০৪:৫৮ এএম

তীর্থযাত্রা সেরে ফেরার পথে চলন্ত বাসে আগুন, ৮ পুণ্যার্থী নিহত

শুক্রবার মধ্যরাতে ভারতের হরিয়ানায় চলন্ত বাসে আগুন লাগে। ছবি: বিজনেস টুডে

মথুরা ও বৃন্দাবনে তীর্থযাত্রা সেরে ফেরার পথে ভারতের হরিয়ানায় এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ মে) মধ্যরাতে রাজ্যটির কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েত এ ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন পুণ্যার্থী নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানান, বাসটিতে নারী ও শিশুসহ একই পরিবারের অন্তত ৬০ জন আরোহী ছিলেন। তারা সবাই পাঞ্জাবের বাসিন্দা। তাদের বহনকারী বাসটি হরিয়ানার নুহ এলাকার কাছে আসার পর তাতে আগুন ধরে যায়।

বেঁচে যাওয়া যাত্রীরা বলেন, “রাত প্রায় দেড়টার দিকে বাসের পেছন দিকে ধোঁয়ার গন্ধ পান তারা। এক মোটরসাইকেল চালক বাসটির পেছনে আগুন দেখেন। এরপর বাসটির অনুসরণ করেন। পরে বাসচালককে সতর্ক করেন তিনি। চালক তৎক্ষণাৎ বাসটি থামিয়ে দেন।”

আরেক যাত্রী বলেন, “তীর্থযাত্রার জন্য আমরা ১০ দিনের জন্য বাসটি ভাড়া করেছিলাম। আমরা শুক্রবার রাতে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলাম। রাতে ঘুমের মধ্যেই ধোঁয়ার গন্ধ পাই।”

থামার পর দেখা যায় ততক্ষণে বাসটিতে পুরোপুরি আগুন ধরে গেছে। স্থানীয়রা পুলিশে খবর দেন ও আগুন নেভানোর এবং লোকজনকে উদ্ধারের চেষ্টা করেন। দমকল কর্মীরা আসার পর আগুন নিভিয়ে ফেলা হয়। আহতদের কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

বাসটি পুরোপুরি পুড়ে যাওয়ার ৩ ঘণ্টা পর দমকল কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন বলে অভিযোগ স্থানীয়দের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা বাসের পেছনে গিয়ে জানালা ভেঙে অনেককে বের করে নিয়ে আসি, কিন্তু ততক্ষণে আগুন অনেক তীব্র হয়ে ওঠে। আমরা পুলিশকে খবর দিয়েছিলাম, কিন্তু তারা আসতে অনেক দেরি করে।’

সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড

Link copied!