হাজী সেলিমকে কটুক্তি করায় ক্ষমা চাইলেন এফবিসিসিআই’র পরিচালক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৭, ২০২৩, ০৫:১১ এএম

হাজী সেলিমকে কটুক্তি করায় ক্ষমা চাইলেন এফবিসিসিআই’র পরিচালক

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের নামে কটুক্তি করায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন এফবিসিসিআই এর পরিচালক।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চকবাজারে ব্যাবসায়ীদের আয়োজিত এক আলোচনা সভায় এফবিসিসিআই এর পরিচালক হাফেজ হারুন (সিআইপি) প্রকাশ্য ঢাকা ৭ আসনের সংসদ সদস্যে হাজী সেলিম নামে কটুক্তি করেন।

বুধবার (১৬ আগষ্ট) রাত ৯টায় তিনি হাজী সেলিম এর কাছে এসে প্রকাশ্য জনসম্মুখে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করলেন তিনি।

হাফেজ হারুন বলেন, “আমি হাফেজ হারুন, গতকাল চকবাজারে শোক দিবসের অনুষ্ঠানে  আমার ভুল হয়েছে, আমি মুখ ফসকে কিছু কথা বলে ফেলেছি। হাজী সেলিম ভালো লোক, আমার ভুল হয়েছে আমি যা বলেছি তা ভুল করে বলেছি আমি হাজী সেলিমের পাশে আছি, তার জন্য দোয়া চাই।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়েছে হাফেজ হারুনের ক্ষমা চাওয়ার ভিডিওটি। ক্ষমা চাওয়ার লাইভ ও ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে।

Link copied!