মশার ভয়ে বক্তব্য ভুলে গেলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৩, ২০২৩, ০৫:৩০ এএম

মশার ভয়ে বক্তব্য ভুলে গেলেন অর্থমন্ত্রী

একটি অনুষ্ঠানে মশার ভয়ে বক্তব্যের একাংশ বলতে ভুলে গিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বক্তব্য শেষ করার পর ভুলে যাওয়া সেই কথা মনে পড়ে তার। এসময় ক্ষমা চেয়ে সেই বক্তব্য আবার দেন।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ইএফডি মেশিনের (ইএফডিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানের মঞ্চে অর্থমন্ত্রীর পেছনে দাঁড়িয়েছিলেন সাদা ইউনিফর্ম পরা এক ব্যক্তি। তার হাতে ছিল মশা মারার ব্যাট। মন্ত্রী তার আশপাশে কোনো মশা আসছে কি না, সে দিকে সতর্ক দৃষ্টি রাখছিলেন। কোনো মশা দেখলে সঙ্গে সঙ্গে সেটি মেরে ফেলেন। এভাবে অনুষ্ঠান চলার সময় বেশ কয়েকটি মশা মারতেও দেখা গেছে তাকে।

একপর্যায়ে অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য শেষ করেন অর্থমন্ত্রী। পরে অন্যান্য অতিথির বক্তব্য শেষে মন্ত্রী আবার মাইক অন করেন।

এসময় তিনি বলেন, ‘বিনয়ের সঙ্গে বলছি, বক্তব্য শেষ করার আগে আমার একটি লাইন বলার কথা ছিল বা বিশেষ কথা বলার ছিল। কিন্তু আমি মশার জন্য ওদিকে দৃষ্টি দিতে গিয়ে সেটা ভুলে গেছি। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।

এরপর তিনি সাধারণ মানুষের কাছ থেকে ভ্যাট আদায় করতে গিয়ে যেন কারও ওপর অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান।

Link copied!