মে ৯, ২০২৪, ০৩:১৩ পিএম
ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল স্টেডিয়ামের বাইরে এবার তার প্রথম হিন্দি গান ‘লড়কি তু কামাল কি’ দিয়ে কাঁপালেন বলিউড।
হিন্দী সিরিয়াল ‘বালিকা বধূ’র আলোচিত অভিনেত্রী অভিকা গরকে ফিচার করা মিউজিক ভিডিওটিতে এখন ভাইরাল অনলাইনে বিশ্ব। ২ মিনিট ৫৮ সেকেন্ডের ট্র্যাকটি বেশ মনোযোগ আকর্ষণ করেছে ক্রিকেট এবং সিনেমা-প্রেমীদের।
মিউজিক ভিডিওটিতে সুর করেছেন, পলাশ মুচ্চাল, এবং ট্র্যাকটিতে বলিউডের সঙ্গে মিশেছে ক্যারিবিয়ান সুর।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আন্দ্রে রাসেলের বিস্ফোরক ব্যাটিং বরাবরই উন্মাদনা যোগিয়েছে ক্রিকেটপ্রেমীদের। হিন্দি গানের প্রতি তাঁর প্রেমও কারও অজানা নয়। এবার হিন্দি সংগীতের জগতে রাসেলের পদার্পণ বেশ উত্তেজনা তৈরি করেছে।
ভয়লা ডিগ ব্যানারের অধীনে তাঁর এই গানটির মুক্তির পেয়েছে ৯ মে । আর এটির কারণেই, রাসেলের বলিউড অভিষেকের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।
একজন কমেন্টে লিখলেন, ‘ভাই দেখছি অলরাউন্ডার ট্য়াগটি খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে’। আরেকজন লিখছেন, ‘রাসেল রক’। তৃতীয়জনের মন্তব্য, ‘আমার মনে হয় ক্রিকেট থেকে মন সরানো উচিত নয়। আইপিএলটাই মন দিয়ে খেলো।’
কিছুদিন আগেই শাহরুখ খানের লুট পুট গ্যয়া গেয়ে সকলকে চমকে দিয়েছিলেন রাসেল। এমনকি প্রশংসা পেয়েছিলেন শাহরুখ খানের থেকেও।
দু’বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি শেয়ার করা হয়। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলকে দেখা যায় গাড়ির মধ্যে চালকের পাশের আসনে বসে রয়েছেন । চোখে কালো সানগ্লাস, গলায় মোটা চেন ও কালো রংয়ের শার্ট ও শর্টস। । আর গাইছিলেন কিং খানের ডাঙ্কি সিনেমার জনপ্রিয় গান ‘লুট পুট গ্যায়া।’ গাড়ির মিউজিক সিস্টেমেও চলছিল এই গানটিই।