সাত আসনের সিংহাসনে হাজীপুত্র সোলায়মান

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৬, ২০২৩, ০৬:২২ পিএম

সাত আসনের সিংহাসনে হাজীপুত্র সোলায়মান

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। সব জল্পনাকল্পনাকে পাশ কাটিয়ে ঢাকা- ৭ আসনের নৌকার মাঝি হলেন হাজী সেলিমপুত্র মোহাম্মদ সোলায়মান সেলিম। 

রবিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নৌকার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২০টি ঢাকায়। তার একটি ঢাকা-৭ এবার এই আসনে ছিল বড় চমক মননোয়ন প্রত্যাশীদের সারিও বেশ লম্বা।

নৌকার টিকেট পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোলায়মান সেলিম বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবো। বাবার অসম্পূর্ণ কাজগুলো সমাপ্ত করব। বিগত দিনের ন্যায় জনগণের বন্ধু হয়ে পাশে থাকব।

ঢাকা ৭ আসনটি ঢাকা মহানগরের বংশালের একাংশ, কোতয়ালীর একাংশ, পুরান ঢাকার চকবাজার, লালবাগ, কামরাংগীরচর, হাজারীবাগ ও ধানমন্ডির একাংশ নিয়ে গঠিত৷ 

পূর্বে- নাজিরাবাজার, পশ্চিমে- হাজারীবাগ, উত্তরে- পলাশী ও দক্ষিণে- কামরাংগীরচর। ২০১৮ সালের সমীক্ষা বলছে এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,২৮,২৬৯ জন।

ঢাকা-৭ আসনে সর্বশেষ সংসদ সদস্য ছিলেন হাজী সেলিম। ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮তে নৌকা প্রতীকে জয়লাভ করেছিলেন তিনি। এবার দুই পুত্রসহ মনোনয়ন কিনেছিলেন এই সংসদ সদস্য। এছাড়াও এই আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনও। কিন্তু শেষ পর্যন্ত নৌকার ভার পেলো হাজী সেলিম পরিবারই।

Link copied!