এ সরকার আবার ক্ষমতায় আসলে নাচ, গান দেখা লাগবে শুধু: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৯:৪৭ পিএম

এ সরকার আবার ক্ষমতায় আসলে নাচ, গান দেখা লাগবে শুধু: জিএম কাদের

বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পেশাজীবী সমাজের সভা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

‘এই সরকার আবার ক্ষমতায় এলে সংবাদ প্রকাশ করা লাগবে না। শুধু নাচ, গান অনুষ্ঠান চালানো লাগবে। কোনো সংবাদ প্রচার করতে পারবেন না।’ বৃহস্পতিবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে জাতীয় পেশাজীবী সমাজের সভায় এসব কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। 

জাপা চেয়ারম্যান আরও বলেন, সরকারের কাজের সমালোচনা করতে পারছি না। সরকার যখন রাষ্ট্রবিরোধী কাজ শুরু করবে তখন কী করব? বর্তমানে সরকারি কর্মকর্তা পুলিশ, এডমিন সবাই এখন আওয়ামী লীগের হয়ে কাজ করছে। আর বর্তমান সরকার শুধু গণতন্ত্রকে ধ্বংস করেনি বরং রাষ্ট্র দখল করে একদলীয় সরকার গঠন করতে যাচ্ছে।

ইইউ তাদের পর্যবেক্ষক পাঠাবে না— এ প্রসঙ্গ উল্লেখ্য করে জি এম কাদের বলেন, সরকার ও বিরোধী পক্ষ ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়েছে। এ কারণে সহিংসতা হতে পারে। এ জন্যই এমন হচ্ছে।  

আর তৃণমূল বিএনপি বর্তমানে বড় ফ্যাক্টর হবে না, দাবি করে জি এম কাদের।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, জনগণের কোনো চিন্তা এই সরকার ও বিএনপির নাই। তারা শুধু ক্ষমতায় যাবার চিন্তা করে। মানুষ আসলেই আওয়ামী লীগের কাজে বিরক্ত। সেই বিরক্তি থেকে তারা বিএনপির সমাবেশে যায়। জাতীয় পার্টি এই জায়গাটা দখল করতে পারিনি। আরও আগে সুস্পষ্ট রাজনীতি করলে মাঠ আমাদের থাকত।

Link copied!