বিদেশে চিকিৎসা

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়াই খালেদা জিয়ার সামনে একমাত্র পথ: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৪, ২০২৩, ১১:০২ পিএম

রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়াই খালেদা জিয়ার সামনে একমাত্র পথ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

চিকিৎসার জন্য বিদেশে যেতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনি আর কোনো সুযোগ নেই বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির কাছে যিনি ক্ষমা চান তাকে কিন্তু দোষ স্বীকার করে দরখাস্ত করতে হয়। যিনি ক্ষমা চাইবেন এটা তার সিদ্ধান্ত। এখন খালেদা জিয়াকেই ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে সাংবিধানিক অধিকার, যে কেউ রাষ্ট্রপতির কাছে মাফ চেয়ে তার সাজা মওকুফ করার জন্য আবেদন করতে পারে।’

বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ‘এটা আইনি ব্যাপার, এখানে রাজনীতির কোনো প্রশ্ন নেই। তার (খালেদা জিয়া) পরিবার দরখাস্ত করেছিল, সেটা নিষ্পত্তি করা হয়েছে। আইনে কোথাও নাই তাকে এই দরখাস্তে তাকে বিদেশে যাওয়ার পারমিশন দেওয়া যায়। বিদেশ যেতে পারবেন না বলে আগেই শর্ত দেওয়া ছিল, এখন সেটিকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই।’

রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে আইনমন্ত্রী কারও নাম উল্লেখ না করে বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে দোষ স্বীকার করে চাইতে হয়। বিষয়টি যিনি ক্ষমা চাইবেন তার বিষয়। এটা হচ্ছে সাংবিধানিক অধিকার, যে কেউ রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারে।

২০০৮ সালে কোনো শর্তসাপেক্ষে শেখ হাসিনাকে জামিন দেওয়া হয়নি জানিয়ে আনিসুল হক বলেন, আইন মেনেই তিনি (হাসিনা) বিদেশ গিয়েছিলেন এবং দেশে ফিরে এসেছেন। …মির্জা ফখরুলকে ভালো করে জেনেশুনে, বুঝে জনগণকে তথ্য দেওয়া উচিত।

Link copied!