ইমারজেন্সি সুইচে টিপ পড়ায় মেট্রো চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৩:২২ পিএম

ইমারজেন্সি সুইচে টিপ পড়ায় মেট্রো চলাচল বন্ধ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ইমারজেন্সি সুইচে টিপ পড়ায় ২:৪০ থেকে বন্ধ রয়েছে মেট্রো চলাচল। জানা গেছে, উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দিয়েছে। এর প্রভাব পড়েছে গোটা মেট্রোরেলে। ৩:০০ পর্যন্ত  চালু হয়নি মেট্রো রেল।

এর আগে ঢাকার মেট্রোরেলের বিদ্যুতের লাইনের ওপর ডিশের তার ফেলায় প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার কিছু সময় পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়। স্বাভাবিক হয় ১২টা ২৮ মিনিটের দিকে।

জানা গেছে, মেট্রোরেলের বিদ্যুতিক লাইনের ওপর পাশের এক ভবন থেকে ফেলে দেওয়া হয় স্যাটেলাইট টিভির তার। এতে মতিঝিল থেকে উত্তরা এবং উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রোরেলের দুই দিকের চলাচলই বন্ধ হয়ে যায়।

এম এ এন সিদ্দিক বলেন, “কারওয়ান বাজার ও শাহবাগের মাঝামাঝি এলাকায় কেউ একজন মেট্রোরেলের তারের ওপর ডিশের তার ছুড়ে ফেলে। এ কারণে প্রায় ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

Link copied!