কারওয়ান বাজার-শাহবাগে থামছে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩১, ২০২৩, ০৯:০৪ এএম

কারওয়ান বাজার-শাহবাগে থামছে মেট্রোরেল

মেট্রোরেল। ফাইল ছবি

বছরের শেষদিনে চালু হলো মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। এর ফলে মেট্রোরেলের ১৬টি স্টেশনই চালু হলো। সোমবার (৩১ ডিসেম্বর) সকাল আটটা বেজে ৪ মিনিটে উত্তরার দিয়াবাড়ি থেকে কারওয়ান বাজার স্টেশনে প্রথম মেট্রোরেল এসে পৌঁছায়।

এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়।

আজ থেকে  সব স্টেশন চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন আগের মতোই সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আগামী তিন মাসের মধ্যে এই অংশে ট্রেন দিয়াবাড়ি-আগারগাঁও অংশের মতো রাত পর্যন্ত চলবে।

মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হওয়ার মধ্যদিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের সবকটি স্টেশনেই দুয়ার খুললো মেট্রোরেলের। এতে মেট্রোরেলের স্বপ্নের যাত্রার পূর্ণতা পেল রাজধানীবাসী।

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা-উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ধাপে ধাপে বাকি স্টেশনগুলো খুলে দেওয়া হয়।

Link copied!