শনিবার থেকে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৭:২৯ পিএম

শনিবার থেকে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলের সময়সূচিতে এসেছে পরিবর্তন। আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ‘পিক আওয়ারে’ ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট পরপর মেট্রোরেল ছাড়া হবে। রমজান মাস শুরুর আগপর্যন্ত এই সময়সূচিতেই চলবে মেট্রোরেল।

বর্তমানে প্রতিদিন ১৫২ বার চলছে মেট্রোরেল। এতেও যাত্রীদের চাহিদা পূরণ করা সম্ভব না হওয়ায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১০ মিনিটের পরিবর্তনে ৮ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। এতে আরও ২৬ বার চলাচল বেড়েছে। শনিবার থেকে প্রতিদিন ১৭২ বার মেট্রোরেল চলবে।

বৃহস্পতিবার বিকেলে মেট্রোরেলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক।

তিনি বলেন, ‘যাত্রী চাহিদা বাড়ায় অফিস টাইমে পিক আওয়ার, স্পেশাল অফপিক ও অফপিক আওয়ার-এই তিন ধাপে সময় ভাগ করে ট্রেন চলাচল করবে। এতে শনিবার থেকে পিক আওয়ারে ৮ মিনিট, স্পেশাল আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২ মিনিট পরপর ট্রেন পাওয়া যাবে।’ 

নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে মতিঝিলের দিকে সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরার দিকে সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত সময়কে এই ‘পিক আওয়ার’ হিসেবে বিবেচনা করা হবে। একইভাবে উত্তরা-মতিঝিল বেলা ৩টা ১৩ মিনিট থেকে রাত ৮টা এবং মতিঝিল-উত্তরা বেলা ৩টা ৫৩ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ‘পিক আওয়ার’ সময় বিবেচনা করা হবে। 

আর ‘অফ পিক আওয়ার’ হলো উত্তরা থেকে মতিঝিলের দিকে বেলা ১১টা ৪৯ মিনিট থেকে বেলা ৩টা ১২ মিনিট পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরার দিকে দুপুর ১২টা ৯ মিনিট থেকে বেলা ৩টা ৫২ মিনিট পর্যন্ত। 

বর্তমানে প্রতিদিন গড়ে ২ লাখ ৭০ হাজার যাত্রী মেট্রোতে যাতায়াত করে বলে জানিয়েছেন ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক। তিনি আরও বলেন, প্রতি ট্রেনে যাত্রী থাকে গড়ে ১ হাজার ৭৫০ জন। ট্রেন চলাচল বাড়ানোর কারণে প্রতি ট্রেনে দেড় হাজারের মতো যাত্রী যাতায়াত করতে পারবে।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু হয়। এখন সবগুলো স্টেশনেই চলছে মেট্রোরেল। উত্তরা-মতিঝিল সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। 

Link copied!