নজরুল চর্চা থাকতে হবে আমাদের কৃষ্টি-সংস্কৃতিতে: শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৭, ২০২৩, ১১:৫৬ পিএম

নজরুল চর্চা থাকতে হবে আমাদের কৃষ্টি-সংস্কৃতিতে: শেখ পরশ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

শুধুমাত্র জন্ম দিবস কিংবা মৃত্যু দিবসে নজরুলের চর্চা না, নজরুল চর্চা থাকতে হবে আমাদের কৃষ্টি-সংস্কৃতিতে। আমরা যে সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি অস্থিরতা বৈষম্য সেই সমাজ ব্যবস্থায় নজরুলের চর্চা আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে। শোষণহীনতা সাম্য মানবিক মর্যাদা এবং অসাম্প্রদায়িকতার দর্শন নজরুল যে ছড়িয়ে গেছে তা যুগে যুগে প্রাসঙ্গিক।

রবিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

তিনি বলেন, যেখানে বঞ্চনা এবং মানুষকে শোষণ করার প্রবণতা, আজকে বাংলাদেশে যখন একটি সাম্প্রদায়িক গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠছে তখন নজরুলের চর্চা বাড়ানো দরকার। আমাদের পাঠ্যক্রমে নজরুলের অন্তর্ভুক্তি আরও বিশদক্রমে দরকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নজরুলের মর্মগুলো দর্শনগুলো চর্চা করার বিকল্প নাই। মানবিক মর্যাদা এবং অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে আমরা সবাই যে সমান এই সাম্য এই যে নীতি নজরুল তার লিখনীর মাধ্যমে প্রকাশ করেছে তার যুগে যুগে এবং তা প্রাসঙ্গিক ছিল থাকবে। অর্থনৈতিক বৈষম্য এবং শ্রেণী বৈষম্য যেখানে সেখানে নজরুল ভীষণভাবে প্রাসঙ্গিক।

Link copied!