নির্বাচন শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন বনি-কৌশানী

শোবিজ ডেস্ক

মে ১৯, ২০২৪, ০২:২১ পিএম

নির্বাচন শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন বনি-কৌশানী

ছবি: সংগৃহীত

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টালিউড অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। ভারতে চলমান লোকসভা নির্বাচন শেষেই তাদের বিয়ে এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানা যায়, বিয়ের প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছেন টালিউডের এই দুই তারকা। তবে বিয়েটা কলকাতায় হচ্ছে না, বনি-কৌশানী হাঁটতে চলেছেন ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথেই।

জানা যায়, দুই পরিবারের পক্ষ থেকেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। পোশাক নির্বাচন থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, বিয়ের যাবতীয় সব আয়োজন চলছে।

কৌশানী ডেস্টিনেশন ওয়েডিংয়ের ইচ্ছের কথা অনেক আগেই জানিয়েছিলেন। আর প্রেমিকার সেই ইচ্ছে পূরণ করছেন অভিনেতা বনি সেনগুপ্ত। 

Link copied!