স্বস্তি ও উচ্ছ্বাস নিয়ে মেট্রোরেলে চড়লেন সাধারণ যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৫, ২০২৩, ১১:১২ এএম

স্বস্তি ও উচ্ছ্বাস নিয়ে মেট্রোরেলে চড়লেন সাধারণ যাত্রীরা

উত্তরা থেকে মতিঝিলের ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল যাতায়াত পথ। যাত্রার প্রথম দিন সকালেই বিপুল সংখ্যক যাত্রীর সমাগম হয়। প্রথম দিনেই মতিঝিল স্টেশনে যাত্রীদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। মেট্রোরেলে প্রথমবারের মতো চড়তে পেরে আনন্দ প্রকাশ করেন অনেকে।

রবিবার (৫ নভেম্বর) সকাল থেকে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল শুরু হয়।

সকাল ৭টা ১৫ মিনিটে মেট্রোরেলের মতিঝিল স্টেশনের গেট খুলে দেওয়া হয়। সকাল ৭টা ৩০ মিনিটে মতিঝিল থেকে প্রথম ট্রেনটি আগারগাঁওয়ের উদ্দেশে ছেড়ে যায়।

অন্যদিকে উত্তরা উত্তর থেকে সকাল সাড়ে ৭টায় মতিঝিলের উদ্দেশে ছাড়ে প্রথম মেট্রোরেল। আর ৮টা ২ মিনিটে মতিঝিলে গিয়ে পৌঁছায় রেলটি। উত্তরা থেকে আসা প্রথম মেট্রোটি ছিল যাত্রীতে পরিপূর্ণ।

সপ্তাহের প্রথম কর্মদিবসে মেট্রোরেলে করে কর্মক্ষেত্রে যাওয়ার সুবিধা পেয়ে অনেক যাত্রীদের মধ্যেই দেখা গেছে আনন্দ-উচ্ছাস ও স্বস্তি।

রবিবার থেকে মেট্রোরেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হয়েছে। সাধারণ যাত্রীদের নিয়ে মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সার্ভিস দেওয়া হবে।

এর আগে, শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হয়েছিল। উত্তরা থেকে মতিঝিলের ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা। তৃতীয় ধাপে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ চলছে। ২০২৫ সালের জুনে এই অংশের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

Link copied!