বহুতল নয় , টিন শেড কৃষি মার্কেট চায় ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১২:৩০ এএম

বহুতল নয় , টিন শেড কৃষি মার্কেট চায় ব্যবসায়ীরা

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীতে এ দাবি জানায় ব্যবসায়ীরা। ছবি : দ্য রিপোর্ট ডট লাইভ।

মোহাম্মদপুর কৃষিমার্কেটে অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা আগের অবস্থাই চাচ্ছে। কোন বহুতল ভবন নয় বরং তারা টিনশেড মার্কেট চালু করার দাবি করেন। শুক্রবার মোহাম্মদপুর নতুন কাঁচা বাজার (কৃষি মার্কেট) ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময়ে এই দাবি জানায় ব্যবসায়ীরা।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ বেশকিছু কাঁচা মার্কেট ভেঙে বহুতল পাকা মার্কেট তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এসব মার্কেটের ব্যবসায়ীদের একাধিকবার উচ্ছেদের চেষ্টা করা হয়। মার্কেট ছেড়ে দিতে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হলেই তারা উচ্চ আদালতে গিয়ে তা আটকে দেন। ব্যবসায়ীরা বলছেন, এমন আইনি জটিলতায় থাকা মার্কেটগুলোই একের পর এক আগুনে পুড়ছে। তাই বহুতল নয় বরং টিন শেডই তাদের দাবি।

এদিকে ব্যবসায়ীদের দাবি অনুসারে কাজ করা হবে বলে আশ্বাস দেয় কর্তৃপক্ষ। 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সরকার সব সময় পাশে আছে থাকবে। বহুতল ভবন দরকার নাই, যেমন ছিল তেমনই করে ফিরিয়ে দেয়া হবে। টিনের চাল দিয়ে দোকান করে দিবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, দেশ যদি অশান্তি সৃষ্টি হলে কেউ শান্তিতে থাকতে পারবেন না। সংঘাতের দিকে যাচ্ছে দেশ বলেছেন মির্জা ফখরুল। উন্নয়নে বা জনগণের স্বাভাবিক জীবন যাপনে বাধা সৃষ্টি করলে,  যে হাতে আগুন দিবেন সেই হাত পুড়িয়ে দেয়া হবে। যে হাতে বোমা মারবেন সে হাত ভেঙে ফেলা হবে।

সংসদ সদস্য সাদেক খান বলেন, ত্রাণ মন্ত্রী ব্যবসায়ীদের টিন দেয়ার আশ্বাস দিয়েছেন। অন্য কিছু হবে না-করতে দেয়া হবে না। ব্যবসায়ীদের ধৈর্য্য ধরার আহ্বান করেন তিনি।

এছাড়া ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও কৃষি মার্কেট  ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ বজলুর রহমান, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর (ঢাউসিক) সলিম উল্লাহ সলু , যুব মহিলা লীগের সভাপতি ডেইজি উপস্থিত ছিলেন।

 

Link copied!