অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক

জুন ১৯, ২০২৩, ০৯:২০ পিএম

অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির অভিযান

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের মাজেদ সর্দার রোডে অবৈধভাবে দখলে থাকা সিটি কর্পোরেশনের ১২ কাঠা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছেন ঢাদসিকের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

সোমবার (১৯ জুন) এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ঢাদসিকের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান দ্যা রিপোর্ট ডট লাইভকে বলেন, এখানে ইউসেফ স্কুল নামে একটি স্কুল ছিল, এক বছর আগে স্কুলটি জায়গা স্বল্পতার কারণে এখান থেকে স্থানান্তর করা হয় এবং আশার আলো নামে একটি  অরাজনৈতিক সামাজিক সংগঠন ছিল।

বিষয়টি মেয়র মহোদয়ের নজরে আসলে তা এটি সিটি কর্পোরেশনের আওতায় এনে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন। প্রধান সম্পত্তি কর্মকর্তা সার্ভেয়ার দিয়ে তদন্ত করে একটি সীমানা নির্ধারণ করেন।

তিনি আরও বলেন, আমরা এসে দেখতে পেলাম এখানে ক্লাব এবং স্কুল দুটোর কিছুই নেই। আমরা স্থানটি ফাঁকা দেখতে পাচ্ছি। যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলো অপসারণ করে জায়গাটি বাউন্ডারি দিয়ে আমরা সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দিব।

৩৩ নং ওয়ার্ড কাউন্সিল হাজী আউয়াল হোসেন বলেন, এখানে ইউসেফ স্কুল নামে একটি স্কুল ছিল যেটি আরও বড় পরিসরে করার উদ্যোগে তারা এই স্থানটি পরিবর্তন করে। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় মেয়র মহোদয়ের প্রতি তিনি ঢাকাকে একটি সুন্দর নান্দনিক ঢাকাতে পরিণত করতে যে পরিশ্রম করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।

Link copied!