আইসিইউতে বিএনপি নেতা মঈন খান

নিজস্ব প্রতিবেদক

মে ১৬, ২০২২, ০৭:২৬ এএম

আইসিইউতে বিএনপি নেতা মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

রবিবার বিকেলে তাকে গুলশানের এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঈন খানকে করোনারি কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান  অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “স্যার দুপুরে একটি দলীয় অনুষ্ঠানে অসুস্থ বোধ করায় তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এভার কেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কাজী আতিকুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ৭৫ বছর বয়সী এই নেতা।

বিএনপির একটি সূত্র দ্য রিপোর্ট ডট লাইভকে জানায়, রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জিন্দাপার্কে নরসিংদীর পলাশ নির্বাচনী এলাকার বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের একটি প্রশিক্ষণ কর্মশিবিরে ছিলেন মঈন খান। সেখানে দুপুরের খাবারের পর অসুস্থ বোধ করেন তিনি। স্থানীয় নেতারা জানান, গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ উঠা-নামা করছিল। 

প্রসঙ্গত, নরসিংদীর পলাশ মঈন খানের নির্বাচনী এলাকা। সেখান থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া মঈন খান বিএনপির সরকারের মন্ত্রী ছিলেন।

Link copied!