জমি নিয়ে বিরোধ

ময়মনসিংহে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

জাতীয় ডেস্ক

মে ১৮, ২০২৪, ১০:০৩ এএম

ময়মনসিংহে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ফুলপুরে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ মে) সকালে উপজেলার বওলা ইউনিয়নের পরানগর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

নিহত সাজ্জাত হোসেন কামাল (৫৫) ওই গ্রামের ছালাম ফকিরের ছেলে। ধোবাউড়ার গোয়াতলা রঘুরামপুর সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ও এক সন্তানের বাবা ছিলেন তিনি।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের জাকারিয়া (৩৫) মহিবুল্লাহ (১৮) ও তাদের মা (৫০)।

ওসি বলেন, “কয়েকদিন ধরে জমি নিয়ে সাজ্জাত হোসেনের সঙ্গে তার চাচা আবুল খায়ের এবং চাচাত ভাই জাকারিয়া ও মহিবুল্লার বিরোধ চলছিল। শুক্রবার সকালে নিজ পুকুর থেকে সেচপাম্পের সাহায্যে জমিতে পানি দেওয়ার সময় তার ভাতিজা ও ভাইয়ের স্ত্রী বাধা দেন।”

তিনি আরও বলেন, “কথা কাটাকাটির এক পর্যায়ে সাজ্জাত হোসেনের শরীরে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার গলা টিপে ধরা হয়। স্বজনরা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় সাজ্জাত হোসেনের বাবা বাদী হয়ে সাতজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Link copied!