আমি অবশ্যই টিকা নেবো: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট

ফেব্রুয়ারি ২৮, ২০২১, ১২:০৭ এএম

আমি অবশ্যই টিকা নেবো: প্রধানমন্ত্রী

বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় সংবাদ সম্মেলন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় করোনার টিকা নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি অবশ্যই টিকা নেবো। তবে দেশের মানুষকে আগে দিতে হবে। আমার ৭৫ বছর বয়স। আজ আছি, কাল নেই। যেকোনো সময় মারা যেতে পারি। একটা টার্গেট করা আছে, সে পরিমাণ যখন দেওয়া হবে, তখন যদি টিকা থাকে, তাহলে তখন টিকা নেবো।’

গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ওই সংবাদ সম্মেলনে যুক্ত হন প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। উপস্তিত সাংবাদিকতরাও সমসাময়িক বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন।

সেসময় করোনা মহামারি মোকাবিলা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা কোনো ম্যাজিক নয়, আন্তরিকতা, দায়িত্ববোধ। এ জায়গা থেকে কাজ করেছি। এখানে আমার নয়, বাংলাদেশের জনগণের ম্যাজিক ছিল।’

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা পাকিস্তান আমলে বাংলার বঞ্চনার ইতিহাস তুলে ধরেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জনের পর উন্নয়নের লক্ষ্যে যাত্রার শুরুর কথাও বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘২০০৭ সালে ছোট জেলে বন্দি ছিলাম, এখন বড় জেলে। আমার তো বন্দি জীবন। কোথাও যেতে পারছি না। তবে এই ডিজিটাল হওয়ায় আজ বাংলাদেশ একটা ধাপে উঠে আসতে পেরেছে। সবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছে বলে আজ আমাদের এ অর্জন।’

বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহনাও গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Link copied!