আশা করি জাতীয় সংসদ নির্বাচনও গাজীপুরের মতো সুষ্ঠু হবে: রুশ রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

জুন ৯, ২০২৩, ০৫:১৭ এএম

আশা করি জাতীয় সংসদ নির্বাচনও গাজীপুরের মতো সুষ্ঠু হবে: রুশ রাষ্ট্রদূত

রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি  বলেছেন, ‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। রাশিয়া এতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। নির্বাচনের পর যারা সরকার গঠন করবে, আমরা তাদের সঙ্গে একযোগে কাজ করব। তবে আমরা আশা করি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে গাজীপুরের মতো।’

বৃহস্পতিবার বন্দরনগরী চট্টগ্রামে এক মতবিনিময় অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশে ২০২৩ সালে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’

‍‍`পশ্চিমা দেশগুলোর রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের কারণে রাশিয়া-বাংলাদেশ বাণিজ্যের পরিমাণ ২১ দশমিক ৪ শতাংশ কমে ২ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে,‍‍` বলেন তিনি।

রাষ্ট্রদূত মান্টিটস্কি বলেন, ‍‍`বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর পরিপ্রেক্ষিতে, আমাদের সরকারি ও বেসরকারি সংস্থা প্রায় ৯২০ হাজার মেট্রিক টন গম সরবরাহ করেছে।‍‍`

এর আগে লিখিত বক্তব্যে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘রাশিয়ার ‘গ্যাজপ্রম’ ২০১২ সাল থেকে বাংলাদেশে গ্যাসের অনুসন্ধানকাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি তারা তাদের ২০তম কূপ খনন করেছে ভোলা জেলায়। আমরা বাংলাদেশে কার্যক্রমের পরিধি আরও বাড়াতে আগ্রহী।’

রাশিয়া বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘২০২২ সালে আমাদের সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ৯ লাখ ২০ হাজার মেট্রিক টন গম রফতানি করেছে। ২০১৪ সাল থেকে রাশিয়া বাংলাদেশে পটাশ সারের অন্যতম প্রধান রফতানিকারক দেশ।’ দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে রাশিয়ায় বাংলাদেশি পণ্য রফতানির উদ্যোগও নেওয়া হয়েছে বল জানান রাষ্ট্রদূত।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন এবং রাশিয়ান কোম্পানি ন্যাশনাল গ্রুপ এলএলসি’র মধ্যকার সমঝোতা স্মারক সইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে রাশিয়ায় আলু এবং অন্যান্য খাদ্যসামগ্রী সরবরাহ করা যাবে। রাশিয়ার বাজারে বাংলাদেশে তৈরি ওষুধ, পাট, চামড়া এবং সামুদ্রিক খাবারের চাহিদা রয়েছে এবং এর যথেষ্ট সম্ভাবনাময় বাজার রয়েছে।’

Link copied!