আসছে এপ্রিল মাসেই ভারত-বাংলাদেশে ফের চলবে বাস ও ট্রেন: এস জয়শঙ্কর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২২, ০৩:৪০ এএম

আসছে এপ্রিল মাসেই ভারত-বাংলাদেশে ফের চলবে বাস ও ট্রেন: এস জয়শঙ্কর

ঈদের পর ভারতের সঙ্গে আবারও বাংলাদেশের ট্রেন ও বাস সার্ভিস চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার দুই দিনের সফরে এসে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

সন্ধ্যার একটু আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিক বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। প্রায় ঘণ্টাব্যাপী রূদ্ধদ্বার বৈঠক শেষে সংবাদকর্মীদের সামনে আসেন তারা।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে আরও উচ্চতর অবস্থানে নেওয়ার বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে।”

অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, “সুবিধাজনক সময়ে ভারত সফরে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

জয়শঙ্কর আরও বলেন, “করোনার সময় এবং মহামারি পরবর্তীতে দুই দেশের উত্তরণ কৌশল বিবেচনায় সম্পর্ক যথেষ্ট উষ্ণতায় রয়েছে।” ঈদের পর ভারত-বাংলাদেশে বাস-ট্রেন সরাসরি চলবে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব এড়িয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের এই প্রভাবশালী মন্ত্রী।

এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিকেল চারটার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তিনি ভারত সফরের আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের সৌজন্য সাক্ষাত হলেও তা অনেকটা বৈঠকে রূপ নেয়। এসময় দ্বিপাক্ষিক, আঞ্চলিকসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন তারা।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, “সাক্ষাতে দুই দেশের মধ্যে সংযোগ বাড়ানোসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ১৯৬৫ সালে বন্ধ হওয়া বিভিন্ন রুট চালুসহ ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্তী শেখ হাসিনা।” 

শেখ হাসিনা বলেন, ‘দুই দেশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী হলে বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে।’ ভারত-বাংলাদেশের মধ্যেকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে দুই দিনের ঝটিকা সফরে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় নামেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনসহ ঊধ্বর্তন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।  

Link copied!