টিকটকার প্রিন্স মামুন ধর্ষণ মামলায় গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১১, ২০২৪, ১০:১৪ এএম

টিকটকার প্রিন্স মামুন ধর্ষণ মামলায় গ্রেপ্তার

টিকটকার প্রিন্স মামুন। ইনসেটে টিকটকার লায়লার সঙ্গে অন্তরঙ্গ মামুন। ছবি: সংগৃহীত

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রাত সোয়া ১২টার দিকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

সোমবার (১০ জুন) দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান।

তিনি বলেন, “প্রিন্স মামুন এখন পুলিশ হেফাজতে আছেন। তাকে বেলা ১২টা-সাড়ে ১২টার মধ্যে আদালতে চালান করে দেওয়া হবে। এর আগে সোমবার রাত সাড়ে নয়টার দিকে প্রিন্স মামুনকে কুমিল্লার পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণের মামলা আছে।”

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “সোমবার রাতে টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ক্যান্টনমেন্ট থানার পুলিশ এসে ঢাকায় নিয়ে যায়।”

এর আগে টিকটকার টিকটকার লায়লা আক্তার ফারহাদকে (৪৮) বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে রোববার প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা।

Link copied!