ডুয়েট শিক্ষিকার টিকটক, আপত্তি শিক্ষার্থীদের

জাতীয় ডেস্ক

মে ৩১, ২০২৪, ০৩:২২ পিএম

ডুয়েট শিক্ষিকার টিকটক, আপত্তি শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

ডুয়েটে চাকরির আগে থেকেই আপত্তিকর অঙ্গভঙ্গি মাধ্যমে টিকটক করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত নিশাদ জাহান ইতু মিয়াজি। সম্প্রতি তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আর্কিটেকচার বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়ার পর তার টিকটক ভিডিও নিয়ে আপত্তি তুলেছেন সেখানকার শিক্ষার্থীরা।

ইতু মিয়াজি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আর্কিটেকচার বিভাগ থেকে পড়াশুনা করেছেন।

চলতি মাসের ১৯ তারিখে ইতু মিয়াজিকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় ডুয়েট কর্তৃপক্ষ। এর কিছুদিন পর ইতু মিয়াজির টিকটক ভিডিও নিয়ে ক্যাম্পাসে এবং ফেসবুকে সমালোচনা শুরু হয়। সম্প্রতি শিক্ষার্থীরা ওই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবি তুলে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে  অনেকেই ইতু মিয়াজিকে নিয়ে বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছন।

অনেকে বলেছেন, “শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নীতি নৈতিকতা ও শালীনতা দেখা উচিত।”

আবার অনেকে বলেছেন, “তার মানসিক চিকিৎসার দরকার”

তবে অনেকে আবার ব্যক্তি স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, “আগের টিকটক এর জন্য তার মেধার তো কোন দোষ দেখিনা! এই পর্যন্ত আসতে গেলে যে যোগ্যতার দরকার তিনি তা অর্জন করেছেন। এমন কোন রুলস্ ও কোথাও দেখিনি শিক্ষক টিকটক করতে পারবেন না! কোনও বইয়েও লেখা ছিলোনা! সুযোগ পেলে সম্মানজনক পদ পেলে ঐ জীবনে নাও ফিরতে পারতো, আমরাই মানুষকে সুপথে আসার সুযোগ দিইনা।”

এ বিষয়ে ডুয়েট আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ড. বায়েজিদ ইসমাইল চৌধুরী দ্য রিপোর্টকে জানান, “বিষয়টি তদন্ত করতে শিগগির একটি কমিটি গঠন করা হবে। ইতোমধ্যে ওই শিক্ষিকাকে পরীক্ষার দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। এখন তদন্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।”

Link copied!