বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ৫৬তম সীমান্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসতে যাচ্ছে।
সম্মেলনটি আগামী ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকার পিলখানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
শনিবার (২৩ আগস্ট) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রতিনিধি দলের আসার তথ্য নিশ্চিত করে এবং বৈঠকে আলোচিত হওয়ার সম্ভাব্য মূল বিষয়গুলো তুলে ধরে।
সম্মেলনের এজেন্ডায় অন্তর্ভুক্ত রয়েছে: সীমান্তবর্তী অপরাধ প্রতিরোধ, সীমান্ত জুড়ে অবিচ্ছিন্ন কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশে অবস্থানরত ভারতবিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ, সীমান্ত অবকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয় সমাধান, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (CBMP) বাস্তবায়ন এবং পরস্পরের মধ্যে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি।
বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় ২ ডিসেম্বর ১৯৭৫ সালে কলকাতায়। তখনকার বিডিআর (বর্তমান বিজিবি) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেজর জেনারেল কাজি গোলাম দস্তগীর, আর বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাবেক মহাপরিচালক অশ্বিনী কুমার।
সবশেষ বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে।
উল্লেখযোগ্য, শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার সরকারের পতনের পর এই প্রথম ঢাকায় আসছে বিএসএফের প্রতিনিধি দল।