আগস্ট ২৩, ২০২৫, ০৫:১২ পিএম
ফাইল ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজন যেকোনো পরিস্থিতিতেই চ্যালেঞ্জিং।
তবে, যদি কেউ এই নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তিনি স্পষ্টভাবে জানাবেন কে কী করেছে। এ পর্যন্ত ছাত্রসংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন তিনি।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন উপাচার্য।
তিনি আরও বলেন, পুরো দেশ ডাকসু নির্বাচনের দিকে নজর রাখছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে ভোট সুচারুভাবে এবং অনুকূল পরিবেশে আয়োজনের চেষ্টা চলছে। নির্বাচনের সব অংশগ্রহণকারীর সঙ্গে আলোচনা করা হয়েছে।
উপাচার্য বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্বকেও তুলে ধরেন এবং বলেন, “অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। এখানে প্রতিবাদ হলে তা পুরো দেশে ছড়িয়ে পড়ে।”