বিভূরঞ্জনের বাড়িতে শোকের ছায়া, লাশ ফিরলো ঢাকায়

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৬:৪৯ পিএম

বিভূরঞ্জনের বাড়িতে শোকের ছায়া, লাশ ফিরলো ঢাকায়

শনিবার বিকেলে ঢাকা জেলার সিদ্ধেশ্বরীর ভাড়া অ্যাপার্টমেন্ট ‘আপসরা-তে পৌঁছেছে প্রখ্যাত সাংবাদিক বিভূরঞ্জন সরকারের লাশ।

সন্ধ্যা ৫:১৫ নাগাদ তার মৃতদেহ বাড়িতে আনা হয়। স্ত্রী শেফালী সরকারসহ পরিবারের সদস্যরা লাশ দেখে আবেগে আত্মহারা হয়ে পড়েন। বন্ধু, সহকর্মী ও আত্মীয়স্বজনও সেখানে উপস্থিত থেকে আকস্মিক মৃত্যুর শোক প্রকাশ করেন।

খেলাঘরের সভাপতি শরীফ উদ্দিন আহমেদ শোক প্রকাশ করে বলেন, “আমরা তার লেখার ভক্ত ছিলাম। এমন একজন বিশিষ্ট সাংবাদিকের চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। বিভূরঞ্জনের বোন ভারতী সরকার, যিনি বগুড়া থেকে এসেছিলেন, অবিশ্বাস ব্যক্ত করে বলেন, “আমি এখনও জানি না আমার ভাই কিভাবে মারা গেল। তাঁর ভাই চিররঞ্জন সরকার জানান, লাশ শেষকৃত্যের জন্য বাসাবোর বরদেশ্বরী কালিমাতা মন্দিরে নেওয়া হবে। পরে লাশবাহী গাড়ি বাসাবোর উদ্দেশে রওনা হয়।

পরিবারের বন্ধু এবং ব্যাংকার আসাদুজ্জামান মুকুল বলেন, “আমরা বিভূরঞ্জনের লেখা পড়ে বড় হয়েছি। ‘তারিখ ইব্রাহিম ছদ্মনামে জয়জয়দিনে তার কলামগুলো আকর্ষণীয় ছিল। এমন একজন প্রতিভাবান সাংবাদিকের এভাবে জীবন সমাপ্তি এবং তার ছেড়ে যাওয়া খোলা চিঠি সাংবাদিকতার বর্তমান অবস্থার দিকে ভাবতে বাধ্য করে। কেন এত গুরুত্বপূর্ণ পেশা এত কষ্টে আছে?”

৭১ বছর বয়সী বিভূরঞ্জন বৃহস্পতিবার সকালবেলা বাড়ি থেকে অফিস যাওয়ার উদ্দেশ্যে বের হন, এরপর তিনি নিখোঁজ হন। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। শনিবার মুন্সিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অটপসি সম্পন্ন হওয়ার পর লাশ ঢাকায় আনা হয়।

বিভূরঞ্জন বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত কলাম লেখক ছিলেন। তিনি শেষ কলামটি বৃহস্পতিবার সকাল ৯:১৫ মিনিটে বিডিনিউজ-এ পাঠান। ফুটনোটে লিখেছিলেন, “এটিকে আমার শেষ লেখা হিসেবে প্রকাশ করতে পারেন। ‘ওপেন লেটার শিরোনামের ওই লেখায় তিনি ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সমস্যা, কন্যার সরকারি উচ্চপদ পরীক্ষায় ব্যর্থতা, বুয়েটে পড়া পুত্রের বেকারত্ব, এবং নিজের আর্থিক কষ্টের কথা উল্লেখ করেছেন।

পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার বাড়ি ছাড়ার সময় তিনি মোবাইল ফোনটি বাড়িতে রেখে গিয়েছিলেন। ফেরার কোনো খবর না পাওয়ায় তার পুত্র ঋত সরকার রাতের দিকে রমনা থানা পুলিশে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Link copied!