সাভারে এক হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে (রাত ৩টার দিকে) সাভারের ব্যাংকটাউন এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। তিনি জানান, সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মাহমুদুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মাহমুদুর রহমান জনি (৩৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও তথ্যবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
পাশাপাশি তিনি সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছিলেন। তবে ২০২৩ সালে নৈতিক স্খলনের অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে বহিষ্কার করে।
শিক্ষাজীবনে তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।