নিজ বাড়ি থেকে যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

জাতীয় ডেস্ক

আগস্ট ২৩, ২০২৫, ০৪:২৫ পিএম

নিজ বাড়ি থেকে যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

প্রতীকী ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলায় নিজের বাড়ি থেকে যুবদলের এক নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে আঠারো মাইল এলাকার সৈয়দ ঈসা কলেজ সংলগ্ন বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি হলেন মো. শামীম (৪৫), সাতক্ষীরার তালা উপজেলার উথুলি গ্রামের মৃত আবদুল গফ্ফার শেখের ছেলে। তিনি ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, শামীম দীর্ঘদিন ধরে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় নিজের তিনতলা বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

তিনি কীটনাশকের ব্যবসা করতেন। শুক্রবার রাত তিনি নিচতলা থেকে তৃতীয় তলায় গিয়েছিলেন এবং দীর্ঘ সময় পরও নিচতলায় ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা তৃতীয় তলায় গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জানান, ‘এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। আমরা হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে।

Link copied!