ফাইল ফটো
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। সব বিষয়ে পূর্ণমান ও পূর্ণ সময় বরাদ্দ রেখে আগামী মে-জুন মাসে এ পরীক্ষা নেওয়া হবে।
শনিবার (২৩ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাবিউল কবির চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠদান এ বছরের আগস্টের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে। এসব শিক্ষার্থীই ২০২৬ সালে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরীক্ষা এনসিটিবি প্রণীত পূর্ণাঙ্গ পাঠ্যক্রম অনুসারে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণমানের পরীক্ষা গ্রহণ করা হবে।