বাজেট ২০২৪-২৫: মোটরসাইকেলের দাম বাড়বে

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ৬, ২০২৪, ০৯:২৯ পিএম

বাজেট ২০২৪-২৫: মোটরসাইকেলের দাম বাড়বে

সংগৃহীত ছবি

দেশে ২৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল আমদানির ক্ষেত্রে শুল্ক ৫% থেকে বৃদ্ধি করে ১৫% করার সুপারিশ করা হয়েছে। আর তাই, বৃদ্ধি পাবে এ জাতীয় মোটরসাইকেলের দাম।

বৃহস্পতিবার (৬ জুন) দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৪-২৫ অর্থ বছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপিত হয় জাতীয় সংসদে। তার আগে প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভার অনুমোদন হয় এবং পরে ওই প্রস্তাবে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অর্থমন্ত্রী বলেন, “২৫০ সিসির ওপরের ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের জন্য যন্ত্রাংশগুলো আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০% ধার্য করার সুপারিশ করছি। একইসঙ্গে বাংলাদেশ কাস্টমস ট্যারিফে সংশ্লিষ্ট পণ্যের বিপরীতে বিদ্যমান আমদানি শুল্ক ৫% হতে বৃদ্ধি করে ১৫% ধার্য করার সুপারিশ করছি।”

এবারের বাজেট স্বাধীন বাংলাদেশের ৫৩তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট এটি।

আগের অর্থ বছরের (২০২৩-২৪) বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

Link copied!