ব্লু ড্রিংকস: রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

জুন ১৩, ২০২৪, ০৬:০৯ পিএম

ব্লু ড্রিংকস: রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাফসান ‘দ্য ছোট ভাই’

অনুমোদনহীন ব্লু ড্রিংকস বাজারজাত করায় ইউটিউবার রাফসান ‘দ্য ছোট ভাই’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জুন) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন।

ব্লু ড্রিংকস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেনের এক আবেদনে বলা হয়, ব্লু’র কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না এগুলো ওষুধ নাকি পানীয়। এরই পরিপ্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।

রাফসানের এই প্রতিষ্ঠানের নাম মেসার্স ড্রিংকব্লু বেভারেজ। কুমিল্লার বিসিক শিল্প নগরীতে এটি অবস্থিত। প্রতিষ্ঠানটি মোড়কজাতকরণ নিবন্ধন না নিয়ে তাদের উৎপাদিত ‍‍‘ইলেক্ট্রোলাইট ড্রিংক’ পণ্য প্রস্তুত করে আসছিল। কারখানাটিতে কোনো পরিমাপক যন্ত্রও ছিল না। যার ফলে এখানে হাতে করে ড্রিংকসগুলো বোতলজাতকরণ করা হচ্ছিল। এ সময় নিবন্ধন ছাড়াই মোড়কজাত ও বাজারজাত করায় ‍‍‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮’ এর ৪১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।

Link copied!