ছাগলকাণ্ড: নাছিমের মতে দুদক নয়, দুর্নীতিবাজকে বের করেছে ছাগল

নিজস্ব প্রতিবেদক

জুন ২৬, ২০২৪, ০৯:৫৮ পিএম

ছাগলকাণ্ড: নাছিমের মতে দুদক নয়, দুর্নীতিবাজকে বের করেছে ছাগল

সরাসরি সম্প্রচারিত ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

 

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, রাজস্ব কর্মকর্তা মতিউরের মত দুর্নীতিবাজকে দুদক, সরকারি সংস্থা, মিডিয়া, তাঁরা (নাছিমরা) কেউই চিহ্নিত করতে পারিনি। তাকে চিহ্নিত করেছে একটি বোবা প্রাণী ছাগল। 

নাছিম আরও বলেন সরকারে মতিউরের মত এমন কোন দুর্নীতিবাজ আর আছে কিনা তা কোন বোবা প্রাণী বের করে আনার আগে সরকারি সংস্থা গুলোকে খুঁজে বের করতে হবে। 

বুধবার ( ২৬ জুন) বিকেলে জাতীয় সংসদে  বাজেট অধিবেশনে বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন। 

যখন কোন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে তখন ঐ গোষ্ঠীর বা এসোসিয়েশনের পক্ষ থেকে দুর্নীতিবাজদের পক্ষে সাফাই বক্তৃতা বা বিবৃতি যাতে না দেয়া হয়। কেউ যখন কোন দুর্নীতিবাজের পক্ষে সাফাই দেয় তখন দুর্নীতির অভিযোগ প্রকারান্তরে সেই গোষ্ঠীর উপর গিয়েও পড়ে। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা দুর্নীতিবাজদের পক্ষ কেউ অবলম্বন করব না। 

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ পুলিশের সাবেক দুই শীর্ষ কর্মকর্তা (বেনজির আহমেদ ও আছাদুজ্জামান মিয়া) ও পুলিশের ফুটপাত থেকে চাঁদা তোলার সংবাদ গণমাধ্যমে প্রচার হয়। এরপর ২১ জুন গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ধারাবাহিকভাবে আংশিক, উদ্দেশ্যপ্রণোদিত ও ঢালাও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে দাবি করে তীব্র প্রতিবাদ জানায় বিসিএস ক্যাডার পুলিশদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। 

"গবাদি পশুর সেবা জরুরিকরণ"

তিনি আরও বলেন, মানুষের জীবন যাত্রার মান সহজ করার জন্য সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। কৃষি ও কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য অন্যান্য বিমার মত কৃষিবীমা বা শস্যবীমা প্রচলন অত্যন্ত দরকার, যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর আগেও করার জন্য প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন এটি বাস্তবায়ন করা প্রয়োজন। পাশাপাশি গবাদি পশুর চিকিৎসা সেবাকে জরুরী সেবা হিসেবে ঘোষণা করাও প্রয়োজন। 

ঢাকা মেডিকেলের সেবা জনবান্ধব করার দাবি

নাছিম বলেন, আমার সংসদীয় আসন ঢাকা ০৮ এ অবস্থিত ঢাকা মেডিকেল শুধু ঢাকার মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষের চিকিৎসার ভরসাস্থল। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক দিনের স্বপ্ন ২৬০০ বেডের ঢাকা মেডিকেলকে ৫০০০ বেডে রুপান্তরিত করে এটিকে বিশ্বমানের হাসপাতাল বানানো। এর ফলে একদিকে যেমন বাড়তি রোগীর চাপ সামাল দেয়া যাবে তেমনি আগত রোগীদের সেরা সেবাটাই নিশ্চিত করা যাবে। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের নক্সা ফাইনাল এবং আনুষঙ্গিক কাজগুলো শেষ করে ঢাকা মেডিকেলকে বিশ্বমানের হাসপাতালের পরিণত করার কার্যক্রম গতিশীল করার অনুরোধ করছি। গত এক যুগের বেশি সময় ধরে ঢাকা মেডিকেলের অনেক পদে নতুন নিয়োগ হয় না। যার ফলে অনেকে অবসরে গেলেও পদগুলো ফাঁকা। এখনও পনের শত বেডের জনবল দিয়েই ২৬০০ বেডের সেবা চলমান। তাই নতুন পদ সৃষ্টির পাশাপাশি শূণ্যপদে জনবল নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা আরও জনবান্ধব করার জন্য অনুরোধ জানাই। 

শাহবাগ শিশুপার্ক

নাছিম আরও বলেন, রাজধানীর শাহবাগে অবস্থিত শিশুপার্ক প্রায় সাড়ে চার বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। পার্কের উন্নয়ন কর্যক্রম আরও গতিশীল করার অনুরোধ জানাই  যাতে পার্কটি শিশুকিশোরদের জন্য খুলে দেওয়া যায়

সাইনবোর্ড ও এলইডি লাইট

এছাড়া সারাদেশে সরকারি যে খাস জমিগুলো রয়েছে, বিশেষ করে শহুরে এলাকার খাসজমিগুলো সাইনবোর্ড দিয়ে চিহ্নিত করে এবং কোথাও অন্য কারও দখলে থাকলে দখলমুক্ত করতে হবে দাবি জানান নাছিম। তিনি আরও বলেন, যতদিন সেগুলোর মধ্যে কোন সরকারি কার্যক্রম না হয় ততদিন সেখানে শিশু কিশোরদের খেলাধুলার ব্যবস্থা করা যেতে পারে। এর পাশাপাশি ঢাকা-৮ আসন সহ শহর এলাকায় রেল লাইন ও আশেপাশে অন্ধকার থাকায় সংশ্লিষ্ট রাস্তায় জনসাধারণের চলাচলে ভীতি কাজ করে।  রেল লাইন ও আশেপাশে অন্ধকার এলাকায় মাদকের আখড়া বসে। তাই রেললাইন সংশ্লিষ্ট রাস্তায় এলএডি লাইট স্থাপন করলে এলাকাবাসী নিরাপদ বোধ করবে। 

ভোটার মাইগ্রেশন সহজিকরণের দাবি

জীবিকার তাগিতে শহুরে মানুষের বিভিন্ন জায়গায় বসবাস করতে হয়। তারা যে জায়গা থেকে ভোটার হয়েছেন সেই জায়গায় অনেক সময় না থাকার কারণে সংসদ নির্বাচনসহ স্থানীয় নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। তাই অনলাইন আবেদনের মাধ্যমে ভোটাররা যাতে সহজে ঠিকানা  হালনাগাদের মাধ্যমে নতুন জায়গায় ভোট দিতে পারেন সে বিষয়ে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান বাহাউদ্দিন নাছিম।

Link copied!