প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোই বাইডেনের ‘সবচেয়ে বড় জনসেবা’

নিউ ইয়র্ক টাইমস

জুন ২৯, ২০২৪, ১০:০২ এএম

প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোই বাইডেনের ‘সবচেয়ে বড় জনসেবা’

বিতর্কে জয়ী ট্রাম্প। হতাশ ডেমোক্র্যাটরা। ছবি: নিউ ইয়র্ক টাইমস

চলতি বছর নভেম্বরের মার্কিন নির্বাচন থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। প্রতিদ্বন্দ্বী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করতে অন্য ডেমোক্র্যাটদের সুযোগ দিতেও বলা হয়েছে। জো বাইডেনের জন্য প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোই ‘সবচেয়ে বড় জনসেবা’ বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ড।

জো বাইডেনকে ‘একজন মহান সরকারি সেবকের ছায়া’ হিসেবে অভিহিত করে পত্রিকাটির সম্পাদকীয় বোর্ড বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্ক প্রমাণ করেছে যে ৮১ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘নিজের পরীক্ষায় ব্যর্থ’ হয়েছেন। বলা হয়েছে, বাইডেন এখন সবচেয়ে বড় যে জনসেবা করতে পারেন সেটা হলো ঘোষণা করা যে, আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন না তিনি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছিলেন দেশটির দুই প্রধান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪০ মিনিট ১২ সেকেন্ডের এই বিতর্কে বিতর্কে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, মূল্যস্ফীতি, কর, গণতন্ত্র, গর্ভপাত এবং গাজা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে তুমুল আলোচনা হয়। এতে ৩৫ মিনিট ৪১ সেকেন্ড ধরে ৮১ বছর বয়সি প্রেসিডেন্ট জো বাইডেন তেমন যুক্তি দেখাতে পারেননি। বিষয়টি খোদ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজেই বলেছেন। তিনি স্বীকার করেছেন, বাইডেন ধীরগতিতে বিতর্ক করেছেন। যদিও শেষে দৃঢ়ভাবেই শেষ করতে পেরেছেন।

বিতর্কের একপর্যায়ে জো বাইডেন বলেছেন, ট্রাম্প যদি নির্বাচনে পরাজিত হন তাহলে যুক্তরাষ্ট্রে রক্তবন্যা বয়ে যাবে। পক্ষান্তরে ট্রাম্প বলেছেন, নির্বাচন সুষ্ঠু হলে তেমন কিছুই হবে না।

বিতর্ক চলাকালীন বাইডেনকে নিষ্প্রভ দেখা গেলেও ট্রাম্পকে বেশ আত্মবিশ্বাসী হিসেবে দেখা গেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‍“ক্ষমতায় আসার আগে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সমঝোতা করতে পারবো।”

গাজা যুদ্ধ নিয়েও বলতে ছাড়েননি ট্রাম্প। গাজায় চলমান ইসরায়েলি অভিযান নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একজন ‘খারাপ ফিলিস্তিনির মতো’ কাজ করছেন বলে মন্তব্য করেছেন।

ট্রাম্প-বাইডেনের এই বিতর্কে হতাশ হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। সিএনএনের এক জরিপে দেখা গেছে, বিতর্কে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জরিপ অনুযায়ী বিতর্ক দেখেছেন এমন নিবন্ধিত ভোটারদের ৬৭ শতাংশই বলেছেন, ট্রাম্প ভালো করেছেন। মাত্র ৩৩ শতাংশ বাইডেনের পক্ষে অভিমত দিয়েছেন। অন্যদিকে বিতর্ক শুরুর আগে বাইডেনের পক্ষে ভোট দেন ৪৫ শতাংশ ভোটার।

Link copied!